মধু সংগ্রহ উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ মৌ চাষি সমিতির উদ্যোগ উদ্বোধনী অনুষ্ঠান

কৃষি জমির মাটি বিক্রি

Honey-Collection
***এ কিউ রাসেল***
বৃহত্তর ময়মনসিংহ মৌ চাষি সমিতির উদ্যোগে টাঙ্গাইলের ভূঞাপুরে গত ২ জানুয়ারি সোমবার মৌ চাষিদের নিয়ে মৌচাক হতে মধু সংগ্রহের মধ্য দিয়ে মধু সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলার অর্জুনা ইউনিয়নের আগতেরিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. মাহবুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল হাসিম, জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবদুল হালিম। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল আওয়াল, ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম কাউসার চৌধুরী, বাংলাদেশ বি-কিপার্স ফাউন্ডেশনের সভাপতি দুলাল হোসেন তালুকদার, ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, মৌ চাষ গবেষক ডা. আল-আমিন শোভন প্রমুখ।
ভূঞাপুরের আগতেরিল্যা গ্রামের আরশাফ ও ফারুক হোসেনের খামারের মৌচাক হতে মধু সংগ্রহের মধ্য দিয়ে মধু সংগ্রহের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানের বক্তরা মৌ চাষিদের মধু সংগ্রহের বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন। অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক মৌচাষি, সরিষা চাষিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *