Site icon

জিংক ধানের উপকারিতা শীর্ষক বোচাগঞ্জে এক কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত

Farmer's training-Bochaganj-dinajpur pic-29-03-2016 copy.jpg-01--
মো: রাসেল ইসলাম, বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥ জিংক ধানের উপকারিতা শীর্ষক  বোচাগঞ্জে এক দিন ব্যাপী কৃষক প্রশিক্ষন অনুষ্ঠানের আয়োজন করা হয়।  গতকাল ২৯মার্চ মঙ্গলবার সকালে আরডিআরএস বাংলাদেশ বোচাগঞ্জ অফিস কার্যালয়ে জিংক ধানের বিশিষ্ট্য ও জিংকের উপকারিতা শীর্ষক । আরডিআরএস বাংলাদেশ দিনাজপুরের কৃষি কর্মকর্তা সৈয়দা নাজমা পারভীনের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ জুলফিকার হায়দার। সভায় বিশেষ অতিথি ছিলেন সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক মোঃ রিফাতুল হোসাইন, এ্যাসিসটেন্ট কো-অডিনেটর (কৃষি) সৈয়দা নুহেরা বেগম, হারভেষ্ট প¬াস এর বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রুহুল আমিন মন্ডল, বোচাগঞ্জ উপজেলা কৃষি অফিসার বাসুদেব রায় প্রমুখ। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক, জসিম উদ্দীন উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ রাসেল মাহমুদ প্রমুখ। জিংক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা, বৃদ্ধিমত্তা বিকাশ সহ নানাবিধ শারীরবৃত্ত্বীয় প্রক্রিয়ার জন্য অতি প্রয়োজনীয়। জিংক বিভিন্ন সংক্রামক ব্যাধি যেমন, ডায়রিয়া নিউমোনিয়া, ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুকি কমাতে সাহায্যে করে। এ জাতটি বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত এবং ২০১৪ সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক বোরো মৌসুমে কৃষক পর্যায়ে চাষাবাদেও জন্য অনুমোদন লাভ করে।
ছবির ক্যাপশনঃ গতকাল ২৯মার্চ মঙ্গলবার সকালে আরডিআরএস বাংলাদেশ বোচাগঞ্জ অফিস কার্যালয়ে জিংক ধানের বিশিষ্ট্যও জিংকের উপকারিতা শীর্ষক দিন ব্যাপী কৃষক প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ জুলফিকার হায়দার।

Exit mobile version