কৃষি সংবাদ ডেস্কঃ
ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন :অদ্য সেপ্টেম্বর ১৭, ২০১৮ ইং সকাল ১০.০০ ঘটিকায় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর নিজস্ব মিলনায়তনে ‘রক্ত দিন জীবন বাঁচান’ এই মর্মে ”ইবিএইউবি ব্লাড ডনেট ক্লাব”-এর উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডাঃ মোঃ আফজাল হোসেন।
আলোচনায় অংশ গ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও ট্রেজারার (চ:দা:) মোঃ শাহরিয়ার কবির ও ডীন কৃষি অনুষদ ড. মোঃ দেলওয়ার হোসেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মোঃ সোহেল আল বেরুনী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষক ড. মোঃ মশিউর রহমান রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানের উপকারিতা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের রক্তদানের জন্য উদ্ভুদ্ধ করে একটি প্রেজেন্টেশন প্রদান করেন।
“এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে অটাম/২০১৮ টার্মের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত”
সেপ্টেম্বর ১৭, ২০১৮ ইং সকাল ১২.০০ ঘটিকায় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ- এর নিজস্ব মিলনায়তনে অটাম/২০১৮ টার্মের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান, সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মোঃ সোহেল আল বেরুনী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও ট্রেজারার (চ:দা:) মোঃ শাহরিয়ার কবির।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করা হয়। অতঃপর বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, ইংরেজীর ভয় ভীতি দূর করে শিক্ষাঙ্গনে ও আন্তর্জাাতিক পরিমন্ডলে ইংরেজী বলা ও লেখার যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেদের অবস্থান দৃঢ় করার আহবান জানান। তোমরা একদিন দেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে দেশের ও বিশ্ববিদ্যালয়ে সুনাম বৃদ্ধি করবে। তিনি গভীর শ্রদ্ধার সাথে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিজ বোর্ডের সম্মানীত চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে এ অঞ্চলে বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।