নকলায় ভার্মি কম্পোস্টের উপর প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

ভার্মি কম্পোস্টের উপর প্রদর্শনীর মাঠ দিবস

ভার্মি কম্পোস্টের উপর প্রদর্শনীর মাঠ দিবস
মোঃ মোশারফ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

ভার্মি কম্পোস্টের উপর প্রদর্শনীর মাঠ দিবস

শেরপুরের নকলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে রাজস্ব বাজেট ২০১৭-২০১৮ অর্থ বছরের অর্থায়নে বাস্তবায়িত ভার্মি কম্পোস্টের উপর প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবাবার বিকালে উরফা ব্লকের হাসনখিলা গ্রামের কৃষক সুরুজ্জামানের বাড়ীর আঙ্গীনায় অনুষ্ঠিত ওই প্রদর্শনীর মাঠ দিবসে সভাপতিত্ব করেন মো. রহুল আমীন। এতে প্রধান অতিথি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এবং বিশেষ অতিথি হিসেবে উরফা ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মো. মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় শতাধিক স্থানীয় কৃষক-কৃষাণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তাগন তাদের বক্তব্যে ভার্মিকম্পোস্ট উৎপাদন, ব্যবহার ও উপকারিতার উপর বিস্তারিত আলোচনা করেন। এই মাঠ দিবসের অর্জিত জ্ঞানকে মাঠে কাজে লাগাতে পারলে নিরাপদ কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রে কৃষকরা উপকৃত হবেন বলে জানান স্থানীয় অনেক কৃষক-কৃষাণি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *