ভিসিকে উৎখাতের হুমকির প্রতিবাদে হাবিপ্রবি পরিবারের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

হাবিপ্রবি পরিবারের মানববন্ধন ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদকঃ

হাবিপ্রবি পরিবারের মানববন্ধন ও প্রতিবাদ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে উৎখাতের হুমকির প্রতিবাদে আজ ১৭ জুলাই ২০১৮ তারিখ ক্যাম্পাসে হাবিপ্রবি পরিবারের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ১২.০৭.২০১৮ইং তারিখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুর-এর প্রগতিশীল কর্মচারী পরিষদ (মেয়াদোত্তীর্ণ কমিটি)-এর একাংশের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় আগত বিশেষ অতিথি আবু ইবনে রজ্জব তার বক্তৃতার এক পর্যায়ে বলেন, “এ বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার কারণে আমি দু-দুটি হত্যাকান্ডের আসামী হয়েছি (মামলা নং-১৮৪ সি/২০১৫ এবং ১৬৯সি/২০১৫; ১ নং ও ২ নং আসামী )। আমি এতে বিন্দুমাত্র চিন্তা করি না। যদি আরও ২০০(দুইশত) হত্যাকান্ডের আসামী হতে হয়, আমি এ বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার জন্য রেডি আছি” । তিনি তার বক্তব্যে বর্তমান উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাশেম-কে উদ্দেশ্য করে বলেন “আপনি দিনাজপুরের মানুষ নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন, আর তা নাহলে আমরা দিনাজপুরের মানুষ নিয়ে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করব, আপনি পালিয়ে যাওয়ার সময় ও রাস্তা পাবেন না”।

এ ধরণের উস্কানিমূলক বক্তব্য প্রদানের পর হাবিপ্রবি পরিবারে তীব্র ক্ষোভ জন্মে। মানব বন্ধনে অংশ গ্রহণকারী বলেন, আবু ইবনে রজ্জব তার বক্তব্যে আঞ্চলিকতাকে উষ্কে দিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন-শৃংখলার অবনতি ঘটানোর চেষ্টা করেছেন। যা উদ্ধত ও নিন্দনীয় এবং সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনায় হুমকি স্বরূপ। বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি সম্পৃক্ত না থাকা সত্ত্বেও উক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক নিয়োগকৃত বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত উপাচার্য-কে উৎখাতের হুমকি দেয়ার প্রতিবাদে আমাদের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মো. মিজানুর রহমান, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ভেটেরিনারি অ্যান্ড এনিলেল সায়েন্স অনুষদের ডীন বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো. ফজলুল হক, পরীক্ষা নিয়ন্ত্রণ শাখার পরিক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ডা. মো. মোস্তাফিজার রহমান, ছাত্র পরামর্শ ও নিদের্শানা বিভাগের পরিচাল প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. বেলাল হোসেন, সহকারী প্রক্টর সৌরভ পাল চৌধুরী, কর্মকর্তা কৃষিবিদ ফেরদৌস আলম ও কর্মচারী আজগর আলী বাবু প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *