ড. নূরুল হুদা মামুন
“”””””””””””””””””””””””””
শ্রমিক দিবস পালিত হয়
সারা বিশ্ব জুড়ে,
তবু কেন চাষি ভাইয়ের
রয় অধিকার দূরে?
.
কাজের শেষে পাওনাটা দাও
ঘাম শুকানোর আগে,
অধিকারটা দাও বুঝিয়ে
গভীর অনুরাগে।
.
চাষির জন্য মে দিবসে
নেইতো ছুটির সুযোগ,
কাজ করে যায় নীরব মনে
তবু কেন দূর্ভোগ ?
.
আজকে তাঁরা পায়না বুঝে
পণ্যের ন্যায্য মূল্য,
জীবন তাঁদের ওষ্ঠাগত
তুচ্ছ সমতুল্য।
.
মাঠে ঘাটে যাঁরা জোগায়
সবার ক্ষুধার অন্ন,
আজকের দিনে ভাবতে হবে
একটু তাঁদের জন্য।
“””””””””””””‘””””‘”””'”””””””’
রচনা: ১ মে ২০১৯ বেলা ১২ টা, চন্দ্রা