কৃষি সংবাদ ডেস্কঃ
আজ ২৮ এপ্রিল ২০১৭ তারিখ সাবেক হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজের ৩য় ব্যাচের মিলন মেলা ২০১৭ অনুষ্ঠিত হয়। উক্ত মিলন মেলায় দানেশিয়ান ৩য় ব্যাচের সাবেক শিক্ষার্থীদের এক জম জমাট আড্ডায় পরিণত হয়। এ সময়ে ব্যাচের সকলের প্রাণবন্ত স্মৃতি চারণে সবাই যেন বিশ বছরের পিছনের শিক্ষা জীবনে ফিরে যান। স্মৃতি খুঁজে বেড়ান পুরানো দিনের নানা সব কথা, ক্লাশের কথা, শিক্ষা সফরের চমৎকার অভিজ্ঞতা, শিক্ষকদের সাথে চমৎকার সম্পর্কের কথা অথবা তাদের স্মৃতি সাগরে ঢেউ উঠে নানা অম্ল মধুর বিষয়। আজ সবাই যে যার অবস্থানে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির কল্যানে নিয়োজিত আছেন স্বমহিমায়।
উল্লেখ্য, ১৯৮৮ সালে হাজী দানেশ কৃষি কলেজ প্রতিষ্ঠা হবার পর কৃষি কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীরা অনেক চড়াই উৎরাই পেরিয়ে কৃষি শিক্ষা অর্জন করেন। এ সময়ে প্রশাসনিক দিক থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের অধীনে কৃষি কলেজটি পরিচালিত হত, অন্য দিকে শিক্ষা বিষয়ক কার্যক্রম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হত। এই দ্বৈত নীতির কারণে তৎকালীন কৃষি কলেজ গুলোর শিক্ষার্থীদেরকে চরম ভোগান্তিতে পড়তে হত। এর মাঝেও হাজী দানেশ কৃষি কলেজ থেকে যথেষ্ঠ ভাল ফলাফল নিয়ে শিক্ষার্থীরা প্রতি বছর বের হত। পরবর্তীতে কলেজটি বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়।
আজকের মিলন মেলায় আগত সাবেক শিক্ষার্থীদের সন্তান ও পরিবার বর্গ অংশ গ্রহণ করেন। আগতদের নানা স্মৃতি চারণের ফাঁকে ফাঁকে চলে বাচ্চাদের ও বড়দের নানা খেলাধূলা। পরে সকলের অংশ গ্রহণের মধ্য দিয়ে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ব্যাচের সবার আন্তরিকতায় ২০ বছর পর বন্ধুদের মিলনমেলা যেন একখন্ড হাজী দানেশে রুপ নেয়।