কৃষিসংবাদ ডেস্কঃ
মুজিবনগর দিবস পালিত
গতকাল ১৭ এপ্রিল এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে মুজিবনগর দিবস পালিত হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় (ইবিএইউবি)-এর নিজস্ব মিলনায়তনে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসেন এবং ট্রেজারার (চ.দা) মো: শাহরিয়ার কবির। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো: মকবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য মুজিবনগর দিবসের ঐতিহাসিক দিক তুলে ধরেন এবং স্বাধীনতা সংগ্রামে মুজিবনগর সরকারের ভূমিকা,আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি এবং মুক্তি সংগ্রাম পরিচালনার বিভিন্ন তাৎপর্যপূর্ণ বিষয়সমূহ আলোকপাত করেন। এছাড়াও তিনি ছাত্র-ছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখি সমৃদ্ধি বাংলাদেশ গড়ার আহবান জানান।