‘মৃত্তিকা ভবন’ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক

কৃষি সংবাদ ডেস্ক:

মৃত্তিকা ভবন’ নির্মাণ : আজ ১৬ জুন ২০২২ তারিখ মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি খামারবাড়ি সড়কে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ভবন ‘মৃত্তিকা ভবন’ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ এসআরডিআই- এর নির্মিতব্য ‘মৃত্তিকা ভবন’ এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: সায়েদুল ইসলাম, সচিব,/কূষি মন্ত্রণালয়। প্রতিষ্ঠানের মহাপরিচালক জনাব মোহাম্মদ কামারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাননীয় মন্ত্রী বলেন, কৃষির জন্য মৃত্তিকা একটি অতি গুরুত্ব পূর্ণ সম্পদ।এই সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। অন্যান্য প্রতিষ্ঠান যেমন বিরি, বারি, ডিএই -এর সাথে নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে। তিনি আরো বলেন,সমন্বয় বা কোঅর্ডিনেশন খুব গুরুত্বপূর্ণ। আমাদের বড় সম্পদ দুটি: জমি ও পানি। গবেষণার ফলাফল মাঠে নিয়ে যেতে হবে। এজন্য ভাল প্রকল্প তৈরি করার উপর জোর দিতে হবে বলে মাননীয় মন্ত্রী উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে জনাব কামারুজ্জামান মাননীয় কৃষি মন্ত্রী এবং সন্মানিত কৃষি সচিব মহোদয়কে – মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটে প্রতিষ্ঠানের বিশেষ মাহেন্দ্রক্ষণে আগমনের জন্য ধন্যবাদ জানান। এসময় অন্যান্য সকল কৃষিবিদ নেতৃবৃন্দ ও কৃষি সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মৃত্তিকার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *