নিজস্ব প্রতিবেদকঃ
দুই দিন ব্যাপী ওয়ার্কশপ উদ্বোধন
কৃষি মন্ত্রণালয়াধীন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের দুই দিন ব্যাপী ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠান এর উদ্বোধন ঘোষণা করা হয়েছে। গত কাল ২৫ জুন ২০১৮ তারিখ ঢাকার ফার্মগেটস্থ আ. ক. ম গিয়াস উদ্দীন মিল্কী অডিটরিয়ামে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের বাস্তবায়নাধীন ‘মৃত্তিকা গবেষণা ও গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্প (SRSRF)’ এর ইন্সেপশন ওয়ার্কশপ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব সৈয়দ আহামদ। তিনি তার ভাষণে বলেন, আমরা যত কিছুই করি আমাদের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আবার মাটিতেই ফিরে যেতে হবে। মৃত্তিকা সম্পদ নিয়ে যথেষ্ঠ কাজ হয়েছে, আমাদের কাছে অনেক তথ্য উপাত্ত আছে। এই তথ্য উপাত্ত কিভাবে কৃষক সহজভাবে ব্যবহার করবে তার উপায় খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, জাতীয় পর্যায়ে আমাদের অনেক অর্জন আছে। কৃষি বিজ্ঞানী তথা কৃষকদের অক্লান্ত পরিশ্রমের আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। এ অর্জন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্যোগের ফসল। তিনি আরো বলেন, আমাদের বিজ্ঞানীদের দক্ষিনাঞ্চলে কেন লবনাক্ততা বাড়ছে তার কারণ খুঁজে সেই আলোকে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে। আর এজন্য গবেষণালব্ধ তথ্য উপাত্ত অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের সাথে শেয়ারিং করতে হবে।
ল্যান্ড জোনিং বিষয়ে আলোকপাত করতে গিয়ে প্রধান অতিথি আরো বলেন, কোন জমিতে কোন ফসল ভাল হয় তা জরিপ করে ম্যাপ তৈরি করার উদ্যোগ নিতে হবে। যাতে সহজেই ফসল ফলানোর সম্ভাব্যতা যাচাই করা যায়। কোন এলাকায় কোন ফুল,ফল চাষ করা লাভজনক হবে তার সম্ভাব্যতা বের করতে হবে। তাছাড়া রাসয়নিক সার, কীটনাশকের বিষক্রিয়া খাদ্য চক্রে প্রবেশ করছে। এটা কিভাবে কমানো যায় সে নিয়ে কাজ করতে হবে।
প্রকল্প পরিচালক ড. আব্দুল বারী এর স্বাগত ভাষণের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ অমিতাভ দাস। তিনি বলেন, মাটি একটি খাঁটি বস্তু। একে যত্ন করতে হবে তবেই ফলন ভাল হবে । তাছাড়া গবেষকদের গবেষণা লব্দ তথ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছায়। সে কারণে গবেষকদের সাথে সম্প্রসারণবিদদের আরো নিবিড় যোগাযোগ বাড়াতে হবে।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের পরিচালক জনাব বিধান কুমার ভান্ডারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। তিনি বলেন, আমরা মাটি থেকে তৈরি হয়েছি আবার মাটিতেই ফিরে যেতে হবে। সে কারণে মাটির প্রতি যত্নবান হতে হবে। মাটির স্বাস্থ্য সুরক্ষা করা গেলে ফলন যেমন বাড়বে তেমনি পরিবেশ ভাল থাকবে। উল্লেখ্য যে, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের সারা দেশের সকল কর্মকর্তা গণের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।