Site icon

মোরেলগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে লিপন সভাপতি, মাসুম সম্পাদক নির্বাচিত

প্রেস ক্লাবের নির্বাচনে

প্রেস ক্লাবের নির্বাচনে
 শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:

প্রেস ক্লাবের নির্বাচনে : বাগেরহাটেরমোরেলগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন সভাপতি, দৈনিক পূর্বাঞ্চল মোরেলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ, দৈনিক সংবাদ প্রতিনিধি গণেশ পাল সহ-সভাপতি, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মশিউর রহমান মাসুম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম। সহ-সাধারণ সম্পাদক পদে জামাল হোসেন বাপ্পা নির্বাচিত হয়েছেন। অর্থ ও দপ্তর সম্পাদক পদে ঢাকা প্রতিদিন প্রতিনিধি এম পলাশ শরীফ, কার্য নির্বাহী পরিষদের সদস্য শাহ আলম তালুকদার (প্রতিদিনের সংবাদ), ফজলুল হক খোকন (সমকাল) ও রফিকুল ইসলাম মাসুম (যুগান্তর) বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।  সাংবাদিকরা মনে করেন, মোরেলগঞ্জ প্রেস ক্লাব হচ্ছে সাংবাদিকদের ভ্রাতৃত্ববোধের অন্যতম স্থান। সাংবাদিকদের সুখ-দুঃখ জড়িয়ে আছে এই ক্লাবের সঙ্গে। প্রেস ক্লাবের সব সদস্য লিপন-মাসুমকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে যোগ্য একটি প্যানেলকে বেছে নিয়েছেন বলে অভিনন্দন জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নিয়োগকৃত প্রিজাইডিং অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ ইয়াকিন আলী ভোট গ্রহন শেষে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
 এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, থানার অফিসার ইন চার্জ কে এম আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, আ’লীগ নেতা মুসফেকুর রহমান নাহার, চেয়ারম্যান এইচএম মাহামুদ আলী, শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আকন, দৈনিক ইত্তেফাক শরণখোলা প্রতিনিধি শেখ মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।  
 নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইটিভি বাগেরহাট জেলা প্রতিনিধি এইচ এম মইনুল ইসলাম ও সহকারি কমিশনার ছিলেন অধ্যাপক জসিম উদ্দিন শাহিন।এক বিবৃতিতে এদিকে মোরেলগঞ্জ প্রেস ক্লাবের লিপন সভাপতি, মাসুম সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন  বাগেরহাট  জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন .জেলা পরিষদ চেয়ারম্যান সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু,আ.লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য উপজেলা আ. লীগের সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলন,মোরেলগন্জ পৌর সভার  বারবার নির্বাচিত সফল মেয়র পৌর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট  মনিরুল হক তালুকদার,ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগউপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, থানার অফিসার ইন চার্জ কে এম আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, আ’লীগ নেতা মুসফেকুর রহমান নাহার, চেয়ারম্যান এইচএম মাহামুদ আলী, শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আকন, দৈনিক ইত্তেফাক শরণখোলা প্রতিনিধি শেখ মোহাম্মদ আলী, সাবেক সভাপতি ইসমাইল হোসেন লিটনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা,এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন অনুরুপ বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধু যুব সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি মাস বাংলা গ্রুপের চেয়ারম্যান আ.লীগ নেতা এমআর জামিল হোসাইন,জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওজয় বাংলাভিশনের প্রধান সম্পাদক  শেখ সাইফুল ইসলাম কবির,মহাসচিবমোস্তাফিজুর রহমান বাবলু   ।ভাইস চেয়ারম্যান  মুনসুরআহমেদ-জাতীয় দৈনিকনওরোজ(ঢাকা) ,কামাল হোসেন খান-সম্পাদক-কুয়াকা টানিউজ২৪.কম(ঢাকা) ,মোঃ মিজানুর রহমান-আইএনবি নিউজ (ঢাকা),আল আমিন শাওন- দৈনিক আমাদের অর্থনীতি(ঢাকা).একরামুল হক বেলাল-সম্পাদক-সংবাদ প্রতিক্ষণ,দৈনিক ভোরের ডাক(দিনাজপুর) , এম.এ.সাবলু হৃদয়-সম্পাদক.বিডিজাহান.কম (ঢাকা) নির্মল বড়ুয়া মিলন- সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম (চট্টগ্রাম),বি এম রাকিব হাসান-দৈনিক আমাদের নতুন সময়(ব্যুরো চীফ খুলনা), ও মোল্লা হারুন অর রশিদ( কুড়িগ্রাম- আমাদের সময় ও এশিয়ান টিভি)।

যুগ্ম মহাসচিব মো. শাহজাহান খান দৈনিক লাখোকণ্ঠ, সহকারী মহাসচিবএম এস সাগর ( কুড়িগ্রাম- সংবাদ প্রতিদিন ও চ্যানেল-৯),শহিদুল হক – দৈনিক আমাদের অর্থনীতিও দৈনিক আমাদের নতুন সময়(চট্টগ্রাম) আজগর আলী মানিক সিটিজি-ক্রাইম-টিভি, আশরাফ চৌধুরী- দৈনিক আমাদের অর্থনীতিও দৈনিক আমাদের নতুন সময়(ব্যুরো চীফসিলেট) মালেকুজ্জামান কাকা- দৈনিক আমাদের অর্থনীতিও দৈনিক আমাদের নতুন সময়(যশোর) সাংগঠনিক সম্পাদক  ডি এম সাইফুল্লাহ খান.চিফ ক্রাইম রিপোর্টার,দৈনিক গণতদন্ত(ঢাকা),কাজী মিজানুর রহমান আমাদের. কণ্ঠ (খুলনা).সহকারী সাংগঠনিক সম্পাদকমো. ইউসুফ আলী ( আমাদের অর্থনীতি(দিনাজপুর), অর্থ সম্পাদক রাজুআহমেদ- দৈনিক আমাদের অর্থনীতিও দৈনিক আমাদের নতুন সময় (খুলনা),

সহকারী অর্থ সম্পাদক আব্দুম মুনিব   – দৈনিক আমাদের অর্থনীতিও দৈনিক আমাদের নতুন সময়(কুষ্টিয়া) দপ্তর সম্পাদক ফরিদুর রহমান শামীম-দৈনিক লাখোকণ্ঠ,দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম  – দৈনিক আমাদের অর্থনীতি(সিরাজগঞ্জ)আইসিটি সম্পাদক এস.এম.আবু ওবাইদা- আল-মাহাদী -সময়ের কণ্ঠস্বর (ঢাকা),  প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক শাহীন(বাংলাদেশ টেলিভিশন),সহকারীপ্রচার ও প্রকাশনা সম্পাদক নাদিম মাহমুদ- আমাদের সময় ( মুন্সীগঞ্জ) প্রশিক্ষণ সম্পাদক মো. ইমরান হোসেন  -চ্যানেল-৯ ,বাংলার অর্জন (নড়াইল)  সহকারী প্রশিক্ষণ সম্পাদক  রাহাত হোসেন- দৈনিক আমাদের অর্থনীতি (মাদারীপুর)সহকারী  প্রবাল চৌধুরী – আমাদের অর্থনীতি (ঠাকুরগাঁও) ,

পরিকল্পনা সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল- আমাদের অর্থনীতি (ঠাকুরগাঁও) ( বগুড়া), মহিলা সম্পাদিকা রক্সি খান- আমাদের অর্থনীতি  (মাগুরা) আফরীন জাহান লীনা(পটুয়াখালী), নাজমুন নাহার নাজমা(বেনাপোল) জনকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম – আমাদের অর্থনীতি( গাইবান্ধা), পাঠাগার সম্পাদক রাহাত হোসেন – আমাদের অর্থনীতি (মাদারীপুর), সহকারী পাঠাগার সম্পাদক প্রবীর মোহন্ত – আমাদের অর্থনীতি.আইসিটি সম্পাদক এস.এম.আবু ওবাইদা- আল-মাহাদী(ঢাকা) সাইফুল ইসলাম (কুমিল­া ) . মানবাধিকার সম্পাদক  মিজান লিটন- আমাদের অর্থনীতি( চাঁদপুর),  ,ক্রীড়া ও সংস্কৃতি সচিব অনিরুদ্ধ রেজা (কুড়িগ্রাম- আমাদের অর্থনীতি ও কলকাতা টিভি), সহকারী ক্রীড়া ও সংস্কৃতিসম্পাদক সাহাবুদ্দিন মো. রেজাউল করিম  – আমাদের অর্থনীতি(সিরাজগঞ্জ)

তথ্য ও গবেষণাসম্পাদক  রাশেদুজ্জামান রাশেদ ( পঞ্চগড়- আমাদের অর্থনীতি), নির্বাহী সদস্য  সৈয়দ মিরাজুল ইসলাম ইএনবি (গোপালগঞ্জ )শেখ শামীম আহমেদ -সম্পাদক দৈনিক সংবাদ সকাল-মোহনাটিভি  (ব্যুরো চীফ বরিশাল)শেখ ফরিদ আহমেদ ময়না– দৈনিক আমাদের অর্থনীতি (সাতক্ষীরা)মো. এম নাজিম উদ্দিন-আমাদের অর্থনীতি (রাঙ্গামাটি), শাফায়েত হোসেন-আমাদের অর্থনীতি (বান্দরবান)শামছুজ্জোহা পলাশ-আমাদের অর্থনীতি(চুয়াডাঙ্গা), আবুল বাসার আব্বাসী-আমাদের অর্থনীতি(মানিকগঞ্জ ),ছানাউল­াহ নূরী -আমাদের অর্থনীতি (গাজীপুর), বুলবুল আহমেদ-আমাদের অর্থনীতি(ময়মনসিংহ) মোঃ জাহিদুর রহমান তারিক( ঝিনাইদ) উজ্জ্বল রায়.(নড়াইল)ফটিক ব্যানার্জী -দৈনিক ইত্তেফাক (বাগেরহাট) সহ কর্তব্যরত সকল প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সংবাদকর্মীদের সঙ্গে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হোন, মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মেহেদী হাসান লিপন ও সাধারণ সম্পাদকমশিউর রহমান মাসুম। তারা পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের পাশে থাকবেন বলে ওয়াদা করেন।

Exit mobile version