গত কাল ৬/৩/১৬ তারিখ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। কৃষি সচিবের দায়িত্ব চালিয়ে আসা আনোয়ার ফারুক গত ১ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়াতে গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহকে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করেছেন সরকার। ১৯৮৩ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেওয়া জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ কুমিল্লা জেলার সন্তান। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর গ্রামে। তাঁর পিতার নাম আবু মোহাম্মদ আবদুল্লাহ্, একজন সরকারি চাকুরিজীবি।
পিতা সরকারি চাকুরিতে ঢাকায় কর্মরত থাকায় জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেন। তিনি মতিঝিল আইডিয়াল স্কুলে প্রাথমিক, মতিঝিল কেন্দ্রীয় সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক এবং নটরডেম কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্নাতকোত্তর অধ্যয়নকালে অর্থাৎ ১৯৮৩ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।
জনাব আবদুল্লাহ্ মাঠ প্রশাসনের সর্বোচ্চ পদ বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ চাকুরি জীবনে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেন। তিনি একজন ক্রীড়া অনুরাগী। ঢাকা বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালনকালে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের Bradford University হতে দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন সংক্রান্ত Project Appraisal এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়াও তিনি বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের মহাসচিবের দায়িত্ব পালন করেন। ৬ সেপ্টেম্বর ২০১২ তারিখ হতে ২৫ অক্টোরব ২০১৪ তারিখ পর্যন্ত তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জনাব আবদুল্লাহ্ তাঁর কর্মকালে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেদারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, অষ্ট্রিয়া, সৌদী আরব, কাতার, সংযুক্ত আরব-আমিরাত, কেনিয়া, মালয়েশিয়া, জাপান, থাইল্যান্ড, চীন, ভারত ভ্রমন এবং বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মজীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডের সাথেও সম্পৃক্ত। জনাব আবদুল্লাহ্ ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।