মৎস্য চাষী ও মৎস্য বিজ্ঞানীদের আলোচনা চক্র অনুষ্ঠিত

krishi photoকৃষি সংবাদ ডেস্কঃ

মৎস্য বিজ্ঞানীদের আলোচনা চক্র

গত বৃহস্পতিবার (৩/৩/১৬) নওগার মান্দায়, শাহ্ কৃষি তথ্য পাঠাগারের উদ্যোগে মৎস্য চাষীদের মাঝে ‘জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব’ এই শিরোনামে এক আলোচনা চক্রের আয়োজন সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা চক্রে জলবায়ু সর্ম্পকে বিভিন্ন ক্ষতিকর দিক উপস্থাপন করেন রহুল আমিন। আলোচনা চক্রে ২০ জন মৎস্য চাষী অংশগ্রহন করেন।
মৎস্য চাষীদের মাছ চাষের পাশাপাশি তাদের জলবায়ু পরিবর্তন সর্ম্পকে সচেতনতা সৃষ্টি লক্ষে উল্লেখযোগ্য দিক তুলে ধরেন মৎস্য বিশেষজ্ঞ রহুল আমিন, উপ প্রকল্প পরিচালক ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা প্রকল্প(২য় পর্যায়) রাজশাহী বিভাগ। আনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহ্্ কৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ।
মৎস্য চাষীদের মধ্যে শারফিন, নাজমুল, ফিরোজ, শাহানা, আজাহার, সাকলাইনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *