এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫৬ তম রবীন্দ্র জয়ন্তী উদযাপন

রবীন্দ্র জয়ন্তী উদযাপন

কৃষিসংবাদ ডেস্কঃ

রবীন্দ্র জয়ন্তী উদযাপন ঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)- এ “রবি স্মরণে” উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো: মকবুল হোসেন।

রবীন্দ্র জয়ন্তী উদযাপনঃ
এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারিসহ সকলের অংশগ্রহণে রবি ঠাকুরের কবিতা, গান, নাটিকাসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথের জন্ম বার্ষিকী পালন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে মাননীয় উপাচার্য বলেন, রবীন্দ্রনাথ ছিলেন সব্যসাচী দার্শনিক কবি। শত বর্ষ আগেও রবীন্দ্রনাথ যে সাহিত্য ও বিজ্ঞান চর্চা এবং লালন করেছিলেন তা আজ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বিশ্বব্যাপী। তিঁনি সকলকে রবীন্দ্র চর্চায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *