নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা, ১৬ জুন, ২০১৬ : রাজধানীর ফার্মগেইটস্থ ডিডি অফিস প্রাঙ্গনে আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী জাতীয় ফল প্রদর্শনী শুরু হয়েছে। এর পাশাপাশি আজ থেকেই চলছে দেশব্যাপি ফলদ বৃক্ষ-রোপণ পক্ষ-২০১৬ এর কার্যক্রম। আগামী ৩০ জুন পর্যন্ত ফলদ বৃক্ষ-রোপণ পক্ষ চলবে।
আজ দুপুর ১২ টার দিকে নগরীর ফার্মগেইটস্থ কৃষিবিদ ইনষ্টিটিউট মিলনায়তনে ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী জনাব তোফায়েল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন।
কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিন দিনব্যাপী জাতীয় ফল প্রদর্শনী ও ফলদ বৃক্ষরোপণ পক্ষ -২০১৬’র আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে কৃষি মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যাপ্ত পরিমাণ গাছ-গাছালির কোন বিকল্প নেই ।
নানা প্রজাতির বৃক্ষ অর্থনৈতিকভাবেও মানুষকে স্বাবলম্বী করে তুল্তে পারে। তিনি আরো বেশী করে গাছ লাগানোর জন্য দেশের সকল মানুসের প্রতি উদাত্ত আহবান জানান। পরে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, টার্গেটেড কিলিংয়ের জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপি নেত্রী যে বক্তব্য দিয়েছেন,তা উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের ভিত্তিহীন ও অপ-প্রচারমূলক বক্তব্য দিয়ে পক্ষান্তরে বেগম খালেদা জিয়া জঙ্গিদেরই পক্ষ নিচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন। তোফায়েল আহমেদ বলেন,‘খালেদা জিয়া প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন’।
বিশেষ অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী বলেন, বৃক্ষরোপণে দেশের মানুষকে সচেতন করে তুলতে এবং তাদেও মাঝে আন্তরিক উৎসাহ সৃষ্টির লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় এবারও ফলদ বৃক্ষ রোপণ পক্ষ-২০১৬’র আয়োজন করেছে। এ ধরনের আয়োজনের মধ্যদিয়েই ফলজ গাছসহ বিভিন্ন জাতের বৃক্ষ রোপণে জনগণ উৎসাহিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরে দুই মন্ত্রী ও অন্যান্য অতিথিরা আয়োজিত জাতীয় ফল প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। উল্লেখ্য, তিন দিনব্যাপী জাতীয় ফল প্রদর্শনী আগামী শনিবার পর্যন্ত চলবে।
কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম