ভেড়া পালন সম্প্রসারণ
কৃষি সংবাদ ডেস্কঃ
ভেড়া পালন সম্প্রসারণ ঃ কৃষি গবেষণা ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের তত্বাবধানে পরিচালিত “ভেলিডেশন অব গুড প্রাকটিসেস অব অন-ফার্ম ল্যাম্ব প্রোডাকশন সিস্টেমস” শীর্ষক প্রকল্পের সুবিধা ভোগীদের পালিত বরেন্দ্র অঞ্চলের ভেড়া NGO এর মাধ্যমে সরবরাহ করে ভেড়া পালন সম্প্রসারণকরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারিকেলবাড়ীয়াস্থ ক্যাম্পাসে অদ্য ১৫ ডিসেম্বর ২০২০ বেলা ১.০০ ঘটিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া কর্মসূচীর উদ্বোধন করেন। ক্রিসচিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর সুফল ভোগীদের মাঝে ১২টি ভেড়া সরবরাহের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করে প্রফেসর ড. জাকারিয়া বলেন যে, ভেলিডেশন অব গুড প্রাকটিসেস অব অন-ফার্ম ল্যাম্ব প্রোডাকশন প্রকল্পটি ভেড়া পালন সম্প্রসারণ ও ভেড়ার মাংসের প্রতি মানুষের নেতিবাচক মনোভাব দূর করে এ মাংসের জনপ্রিয়তা বৃদ্ধিতে দৃশ্যমান ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।
তিনি বলেন যে, বরেন্দ্র অঞ্চলের ভেড়ার মাংস গুনে ও মানে অনন্য। এ ভেড়া পালনের মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান হবে অপরদিকে দেশে সার্বিকভাবে উৎকৃষ্ট প্রাণিজ আমিষের সরবরাহ বাড়বে। তিনি হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে ভেড়া পালনকে বেছে নেয়ার জন্য সিসিডিবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ও তাদের মহৎ উদ্যোগের সফলতা কামনা করেন। এমন উদ্যোক্তাদের হাত ধরেই ভেড়া পালন দ্রুত গতিতে সম্প্রসারিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রকল্পের পি আই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদার, প্রকল্পের কো-অর্ডিনেটর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. মোঃ আবুল হাশেম উপস্থিত ছিলেন। এছাড়া প্রকল্পের শেরপুর অঞ্চলের পি-আই মান্নান ভাসানী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো মোঃ আনোয়ার হোসেন রাজশাহীর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাঃ ইসমাইল হক, সহকারি পরিচালক (এপি) ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অন্তীম কুমার। আরো উপস্থিত ছিলেন প্রকল্পের কো-আই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোঃ আখতারুল ইসলাম, ডেপুটি চীফ ভেটেরিনারি অফিসার ড. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ, সিসিডিবি কর্মকর্তা ডাঃ দরকা সেন, শাহ কৃষি পাঠাগারের স্বত্তাধিকারী মোঃ জাহাঙ্গীর শাহ, পিএইচডি ফেলো মোঃ ইসমাইল হক, এম এস ফেলো ডাঃ মোঃ নিয়ামতুল্লাহ, ফিল্ড এসিসটেন্ট মোঃ জাহিদ হাসান ও মোঃ শাহরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।