নূ রু ল হু দা আ ল মা মু ন
মাগো আমার দাওতো বলে
ফুল কেন লাল হয়?
চোখ জুড়ানো রুপের বাহার
সারা জগতময়।
প্রজাপতি কোথা থেকে
পেল এত রং?
ফুলে ফুলে বেড়ায় ঘুরে
দেখায় যত ঢং।
সন্ধ্যে হলে সুর্য্যি মামা
কোথায় চলে যায়?
চাঁদের সাথে তারা জ্বলে
দূর আকাশের গায়।
পাখ পাখালির কন্ঠে শুনি
মধুর কলতান,
মন মাতানো সুরে সুরে
ভরে আমার প্রাণ।
মেঘমালা কেমন করে
ঝরায় এত জল?
হরেক রকম গাছে ধরে
কত মিষ্টি ফল!
একই মাটির নানা গাছে
নানা স্বাদের ফল,
কে বানালো আকাশ জমিন
বল্ না আমায় বল।