লকডাউনে সাদিক এগ্রোর মাংস, দুধ হোম ডেলিভারী একটি প্রশংসনীয় উদ্যোগ

সাদিক এগ্রোর মাংস

সাদিক এগ্রোর মাংস

শাহ এমরান

সাদিক এগ্রোর মাংস ঃ লকডাউনে সাদিক এগ্রোর মাংস, দুধ হোম ডেলিভারী একটি প্রসংশনীয় উদ্যোগ যা ডেইরি ইন্ডাস্ট্রির সকলের জন্য অনুকরনীয়। আমি লেখালিখি করি ডেইরি ইন্ডাস্ট্রির সম্ভাবনাময় উদ্যোগগুলো নিয়ে। কিছুদিন আগে আমার ফেসবুকে লিখেছিলাম মিঃ বাতেন নামে এক ভদ্রলোক সারাদিন অফিসে কাজ করে রাতে বাসায় গিয়ে কিভাবে নিজেই তার খামারর উৎপাদিত দুধ দিয়ে ঘি তৈরী করে। শুকরিয়া ওনি বেশ ভাল করছেন এখন। এর আগেও অনেকের সম্ভাবনা নিয়ে লিখেছি। আজকের বিষয়টি কিছুটা ভিন্ন।

আজকের সকালের দিকে প্রানিসম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মহোদয় এবং ডিজি মহোদিয়ের সাথে আমি শেয়ার করার পরে বেশ খুশী হয়েছেন জেনে যে সুনামধন্য দুধ ও মাংস প্রস্তুতকারক কোম্পানী সাদিক এগ্রো করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে দেশের মানুষের কাছে দুধ ,মাংস, ঘি, দই সহ নিত্য প্রয়োজনীয় পন্য জনগনের সেবায় পৌছে দিচ্ছেন। বিক্রয় কি পরিমানে হচ্ছে সেটা নিয়ে আলোচনা নাই বা করলাম, যেখানে মানূষের জীবনই হুমকী স্বরুপ সেখানে এমন একটি মহৎ উদ্যোগ দেশের সকল শিক্ষিত তরুন উদ্যোক্তা যারা এই সেক্টরে বিনিয়োগ করেছে, আমি মনে করি তাদের সত্যিই উৎসাহিত করবে। মানুষের প্রয়োজনে মানুষ এগিয়ে আসবে। দুঃখের বিষয় দেশে দুগ্ধ খামারিদের এই বিপদে দুগ্ধ শিল্পের সাথে জড়িত যারা খামারিদের সাপোর্ট করে থাকেন কেউই এগিয়ে আসেনি। সব কয়টি দুগ্ধ প্রসেসর কোম্পানী খামারিদের দুধ কেনা বন্ধ করে দিয়েছেন।

খামারিরা চেস্টা করছে যে যার সাধ্যমত নিজের পায়ের মাটিকে ধরে রাখতে। সাদিক এগ্রোর এই উদ্যোগ আমার মতে একটি অনুকরনীয় উদ্যোগ। সাদিক এগ্রোতে যতবার গিয়েছি দেখেছি ক্রেতারা হাতে টোকেন নিয়ে লাইন ধরে খামার থেকে সরবারহকৃত দুধ কিনে নিয়ে যেতে। মাংস, মিষ্টি, দই, লাবান যারা একবার খেয়েছে তারা অত্যান্ত প্রসংশা করেছে। যে বিষয়টা বলার চেস্টা করছি তা হলো, যাদের সক্ষমতা আছে আপনাদেরও এগিয়ে আসতে হবে দেশের মানুষের কাছে এই দূর্যোগে পন্য পৌছে দিতে। অনেকের বাসায় নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার নেই। তরুন উদ্যোক্তাদের ভাবতে হবে পন্য উৎপাদন ও বাজারজাতকরনের দিকে গুরুত্ব দিতে। আমাদের দেশে বাজারজাত করনের ভাল ব্যবস্থা খাদ্য দ্রব্যের এখনও গড়ে উঠেনি। এই মূহুর্তে আমি ব্যাক্তগত এমন ভালো একটি উদ্যোগ গ্রহন করার জন্য সাদিক এগ্রোকে ধন্যবাদ জানাই। যারা বাসায় দুধ, মাংস পাচ্ছেন না, আপনারা নিচের ওয়েব এড্রেসে গিয়ে সাদিক এগ্রোর পন্যের অর্ডার করতে পারবেন। ওয়েব এড্রেসঃ www.sadeeqagro.comফেসবুকঃ https://www.facebook.com/sadeeqagrobd/?modal=admin_todo_tourমোবাইলঃ ০১৯৮০০০৮৮৮৬

লেখকঃ মহাসচিব, বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *