কৃষি ক্যারিয়ার: দেশের কৃষি ক্ষেত্রে অবদান রাখতে চাইলে হতে পারেন কৃষিবিদ

দেশের কৃষি ক্ষেত্রে অবদান

দেশের কৃষি ক্ষেত্রে অবদানমোঃ ইমরুল কায়েস,পবিপ্রবি থেকে:

দেশের কৃষি ক্ষেত্রে অবদান ঃ কৃষিপ্রধান এই দেশে সনাতন কৃষি ব্যবস্থার আধুনিকায়নে তথ্য বিজ্ঞান-ভিত্তিক চাষাবাদের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষিবিদ তৈরি করে যাচ্ছে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষিবিদ, শিক্ষক ও কৃষি গবেষকদের গবেষণার অবদানে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিত। কৃষিতে পড়াশোনা করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিসহ রয়েছে দেশের বাইরে কৃষি নিয়ে কাজ করার অপার সুযোগ। কৃষিবিদের দিগন্ত এখন অনেক বিস্তৃত। দেশের কৃষি ক্ষেত্রে অবদান রাখতে চাইলে আপনি হতে পারেন কৃষিবিদ। এ জন্য যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন তা নিম্মে উল্লেখ করা হলোঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

কৃষি, ভেটেরিনারি, পশুপালন, কৃষি অর্থনীতি ও গ্রামীন সমাজবিজ্ঞান,মাৎস্যবিজ্ঞান এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদে মোট আসন আছে ১ হাজার ২০০ টি। পদার্থবিদ্যায় ২৫, রসায়নে ২৫, গনিতে ২৫ ও জীববিজ্ঞানে ২৫ নম্বও মিলে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরিক্ষা হবে। ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে(www.bau.edu.bd) ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

কৃষি, এগ্রি-বিজনেস ম্যানেজমেন্ট, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন ও ফিসারিজ অ্যান্ড একুয়াকালচার অনুষদে ৬২০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। এসএসসি ও এইচএসসি সমষ্টিগতভাবে জিপিএ ৭.৫০ থাকলেই আবেদন করতে পারবেন। সাধারন জ্ঞান , ইংরেজি , পদার্থ বিজ্ঞান, রসায়ন, গনিত ও জীব বিজ্ঞান বিষয়গুলোর ওপর  এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে(www.sau.ac.bd) ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদে মোট আসন সংখ্যা ৩১০ টি । কৃষি,  অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, ফিসারিজ ও কৃষি অর্থনীতি ও গ্রামীন উন্নয়ন অনুষদে ভর্তিও জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে মোট জিপিএ ৭.৫০ ও আলাদাভাবে ৩.৫০ থাকতে হবে। পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২০, জীববিজ্ঞানে ২০, গনিতে ১৫,ইংরেজিতে ১৫ ও সাধারন জ্ঞানে ১০ নম্বর মিলে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে(www.bsmau.edu.bd) ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের ‘ক’ ইউনিটে কৃষি, মাৎস্যবিজ্ঞান, অ্যনিমেল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন পড়ানো হয়। পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২০, জীববিজ্ঞানে ২০, গনিতে ১৫,ইংরেজিতে ১৫ ও সাধারন জ্ঞানে ১০ নম্বর মিলে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে(www.pstu.ac.bd) ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স, কৃষি, মাৎস্যবিজ্ঞান, কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা , কৃষি প্রকৌশল ও কারিগরি এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদে ৩৯৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।  এসএসসি ও এইচএসসি পরিক্ষায় চতুর্থ বিষয় বাদে মোট জিপিএ ৬.৫০ ও আলাদাভাবে ৩.০০ থাকলেই আবেদন করতে পারবেন। পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২০, জীববিজ্ঞানে ৩০,গনিতে ২০ ও ইংরেজিতে ১০ নম্বর মিলে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে(www.sau.ac.bd) ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়

ভেটেরিনারি মেডিসিন, ফুডসায়েন্স অ্যান্ড টেকনোলজি ও মাৎস্যবিজ্ঞান অনুষদে ২৪৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ।  এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে মোট জিপিএ ৭.০০ ও আলাদাভাবে ৩.০০ থাকলেই আবেদন করতে পারবেন। পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২০, জীববিজ্ঞানে ৩০, গনিতে ২০ ও ইংরেজিতে ১০ নম্বর মিলে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে(www.cvsu.ac.bd) ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের সাতটি ইউনিটের ‘এ’ ও ‘ডি’ ইউনিটের চারটি অনুষদে কৃষি বিষয়ে পড়ানো হয়। ‘এ’ ইউনিটে কৃষি, ভেটেরিনারি, কৃষি অর্থনীতি ও গ্রামীন সমাজবিজ্ঞান ও মাৎস্যবিজ্ঞান অনুষদ এবং ‘ডি’ ইউনিটের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের বিএসসি ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ও বিএসসি ইন ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে(www.hstu.ac.bd) ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।

এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে কৃষি নিয়ে পড়ার সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *