Site icon

গ্রাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটে ঢাবি শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে


শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি

শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা ; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ‘টিচিং-লার্নিং মেথড এ্যান্ড টেকনিক’ শীর্ষক চারদিনব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। হেকেপের অর্থায়নে কর্মশালার আয়োজন করে বাকৃবির গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই)। ৩০ জানুয়ারি সোমবার সকাল ১০টায় জিটিআই শ্রেণীকক্ষে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ২৬ জন প্রভাষক অংশগ্রহণ করছে ।
জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড.এম মোজাহার আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মনোরঞ্জন দাস, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, জিটিআইয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রশিক্ষণ কর্মশালার কোর্স কোর্ডিনেটর অধ্যাপক ড. বেনতুল মাওয়া।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, শ্রেণীকক্ষে বিভিন্ন মানসিকতার শিক্ষার্থী থাকে একজন শিক্ষকের উচিত সকল শিক্ষার্থী পাঠদানে কিভাবে মনোযোগ আকর্ষন করা যায় পরিপূর্ণ জ্ঞান দান করা যায়। এক জন শিক্ষকের স্বার্থকতা তখনই যখন তার শিক্ষার্থী তার থেকেও ভালো কিছু করে দেখাতে পারে। এজন্য শিক্ষকদের নতুন নতুন শিক্ষণ কৌশল শিখতে হবে।

Exit mobile version