Site icon

কৃষি ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা প্রদান ও ইফতার পার্টি অনুষ্ঠিত

শিক্ষার্থী সম্মাননা প্রদান ও ইফতার

নূরুল মামুনঃ

গতকাল ২৬ মে ২০১৮ তারিখ, কৃষি ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও ইফতার পার্টি মিরপুরস্থ পুলিশ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।  কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. আর আই সরকারের স্বাগত ভাষনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে  প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য মুফাচ্ছেরে কোরআন আল্লামা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী। তিনি রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, রমজান মাস তাকওয়ার মাস। মুসলমানদের ইহজাগতিক কর্মব্যস্ততার মাঝে রোজা আত্মিক মান উন্নয়ন ও পরহেজগারিতা অর্জনের এক অনন্য সুযোগ এনে দেয়। এ সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। তিনি কৃষি প্রযুক্তি ও নতুন নতুন জাত উদ্ভাবনের জন্য কৃষি গবেষণায় দেশের কৃষিবিদদের অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। তিনি কৃষি ফাউন্ডেশনের নানা কর্মকান্ডের প্রশংসা করেন।   তিনি বলেন, দেশের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মাধ্যমে কৃষি ফাউন্ডেশন যে মহত উদ্যোগ গ্রহণ করেছে তা এক অনন্য নজীর স্থাপন করেছে। এজন্য কৃষি ফাউন্ডেশনের কর্মকর্তাদের মোবারকবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসিআই এগ্রো ডিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী। তিনি কৃষিবিদ গ্রুপের নানা কর্ম যজ্ঞ ও আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,’ কৃষিবিদ গ্রুপ যে বৈচিত্রময় ও জন কল্যান মূলক কাজ হাতে নিয়েছে তা প্রশংসার দাবীদার। আমরা এসিআই লিমিটেড কৃষিবিদ গ্রুপের এই উদ্যোগের সাথে সহযোগী হতে পারি।  তিনি কৃতি শিক্ষার্থীদের ও তাদের গর্বিত পিতা মাতাদের অভিনন্দন জানান। আগামী দিনে তোমরা দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে সেজন্য তোমাদের আরো যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে।

বিশেষ অতিথির ভাষনে আরো বক্তব্য রাখেন সাবেক সচিব বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী ড. জহুরুল করিম। তিনি বলেন, দেশের কৃষি আজ অনেক দূর এগিয়েছে। দিনদিন আবাদি জমি যেমন কমে যাচ্ছে, তেমনি জনসংখ্যা বেড়ে যাচ্ছে। তাই কৃষি বিজ্ঞানীদের এ ব্যাপারে আরো বলিষ্ট কর্মসূচী নিয়ে কাজ করতে হবে। তিনি দেশের কৃষি বিজ্ঞানীদের অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন, কৃষি বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে দেশে নতুন নতুন ফসলের জাত যেমন উদ্ভাবন হচ্ছে, তেমনি খাদ্য উৎপাদনে দেশ এগিয়েছে বহুদূর। দেশের কৃষি ও কৃষিবিদদের কল্যানে কৃষিবিদ গ্রুপ যেভাবে কাজ করে যাচ্ছে তা বিরল। তিনি কৃষিবিদ গ্রুপের এই অগ্রযাত্রায় অংশ গ্রহনের ঘোষণা দেন। এছাড়াও কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ড. মতলুবুর রহমান শুভেচ্ছা বক্তব্য পেশ করেন।

কৃষি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো কৃষিবিদদের সন্তানদের মাঝে যারা ২০১৭ সালে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, সার্টিফিকেট ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও কৃষি ফাউন্ডেশনের চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ তারিক হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষিবিদ গ্রুপের সাফল্যের ১৭ বছর শীর্ষক উপস্থাপনা পেশ করেন কেআইবির সাবেক যুগ্ম মহাসচিব, কৃষি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ ড. মোঃ আলী আফজাল। তিনি কৃষিবিদ গ্রুপের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের সাফল্য গাঁথা ও কর্মকান্ড উপস্থিত সুধীবৃন্দের মাঝে তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কামাল উদ্দিন আহমেদের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ব্যস্ততার কারনে উপস্থিত থাকতে পারেন নি।

আলোচনা শেষে সহস্রাধিক সুধীবৃন্দদের নিয়ে দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী। পরে  সুধীবৃন্দের মাঝে মনোজ্ঞ ইফতার পরিবেশন করা হয়।

 

Exit mobile version