শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণভাবে চলছে ভবন নির্মাণের কাজ

ঝুঁকিপূর্ণভাবে চলছে ভবন

 ঝুঁকিপূর্ণভাবে চলছে ভবন

শেকৃবি প্রতিনিধিঃ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চলছে আবাসিক হলসহ একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ। কিন্তু ঝুঁকিপূর্নভাবেই এগিয়ে চলছে এ নির্মাণ কাজ। শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন নির্মান কাজে শ্রমিকরা গাফিলতি করছে, যত্রতত্রভাবে ফেলা হচ্ছে ইট, পাথর। সেফটি টিনও ভেঙ্গে পড়েছে কয়েকটি স্থানে। ইট পড়ে শেখ কামাল অনুষদ ভবনের দুইটি এসি ও ক্লাসরুম ক্ষতিগ্রস্থ হয়েছে। শিক্ষার্থীরা জানান, “এখন এসি ক্ষতিগ্রস্থ হয়েছে, ভবনটি দশ তলা হবে, ভবিষ্যতে আমাদের কোনো শিক্ষার্থী বা শিক্ষকও আহত হতে পারেন”। তাই অতিদ্রুত কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তাঁরা।

উল্লেখ্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ৩৫২ কোটি ৬৮ লাখ টাকার সবচেয়ে বড় অংকের উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। এই প্রকল্পের বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ১ এপ্রিল ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত। অনুমোদিত এ প্রকল্পে উল্লেখযোগ্য অবকাঠামোসমূহের মধ্যে রয়েছে ১৫ কোটি ২৫ লাখ টাকা ব্যয় সাপেক্ষে কৃষকরত্ন শেখ হাসিনা হলের উর্ধ্বমুখী (৬ষ্ঠ তলা থেকে ১০ম তলা) সম্প্রসারণ, ২২ কোটি ২২ লাখ টাকা ব্যয় সাপেক্ষে নবাব সিরাজ-উদ-দৌলা হলের দক্ষিন ব্লক (৩য় তলা থেকে ১০ম তলা) ও উত্তর ব্লক (৬ষ্ঠ তলা থেকে ১০ম তলা) সম্প্রসারণ, ৪৩ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় সাপেক্ষে শেখ কামাল একাডেমিক ভবনের উর্ধ্বমুখী (দ্বিতীয় তলা থেকে ১০ তলা) সম্প্রসারণ, ৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয় সাপেক্ষে প্রশাসনিক ভবনের উর্ধ্বমুখী (৫ম তলা থেকে ৬ ষ্ঠ তলা) সম্প্রসারণ, ২ কোটি ৯১ লাখ টাকা ব্যয় সাপেক্ষে ড.ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষনাগার ভবনের উর্ধ্বমুখী (৫ম তলা থেকে ৬ ষ্ঠ তলা) সম্প্রসারণ, ৪ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় সাপেক্ষে কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের উর্ধ্বমুখী (৪র্থ তলা থেকে ৫ম তলা) সম্প্রসারণ, ২৯ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় সাপেক্ষে টিএসসি কমপ্লেক্স ভবনের উর্ধ্বমুখী (দ্বিতীয় তলা থেকে ৫ম তলা) সম্প্রসারণ, ৪২ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় সাপেক্ষে ছাত্রীদের জন্য হল নির্মাণ (১০০০ আসন বিশিষ্ট ১০ তলা), ৪২ কোটি ১০ লাখ টাকা ব্যয় সাপেক্ষে ছাত্রদের জন্য হল নির্মাণ (১০০০ আসন বিশিষ্ট ১০ তলা), ১৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয় সাপেক্ষে শিক্ষকদের আবাসিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ, ১৫ কোটি ৮১ লাখ টাকা ব্যয় সাপেক্ষে ৩য় এবং ৪র্থ শ্রেনী কর্মচারীদের আবাসিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ, ১৭ কোটি ৪১ লাখ টাকা ব্যয় সাপেক্ষে কর্মকর্তাদের আবাসিক ভবন নির্মাণ (১০ তলা বিশিষ্ট ৩৯ ইউনিট), ২ কোটি ২৭ লাখ টাকা ব্যয় সাপেক্ষে ডরমিটরী ভবনের উর্ধ্বমুখী (তৃতীয় তলা থেকে ৬ষ্ঠ তলা) সম্প্রসারণ, ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয় সাপেক্ষে কেন্দ্রীয় মসজিদ নির্মান, ১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় সাপেক্ষে ভেটেরিনারী ক্লিনিক নির্মান, ৫ কোটি ২ লাখ টাকা ব্যয় সাপেক্ষে পোল্ট্রির শেড নির্মান , এছাড়াও গবেষণা প্লটের জন্য ভূমি উন্নয়ন, সেচ ব্যবস্থা, গ্রীন হাউস নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পানি, গ্যাসের লাইন স্থাপন, বই-পুস্তক ও জার্নাল সংগ্রহ, উচ্চতর কৃষি গবেষণা এবং মানব সম্পদ উন্নয়নর জন্যও বরাদ্ধ রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *