নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
মো. বশিরুল ইসলাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ, বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফজলুল করিম, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান সরকার , ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. কাজী আহসান হাবীব, প্রক্টর ড. মো. ফরহাদ হোসেন, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর মো. হাছুনুজ্জামান আকন্দ।
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, কৃষিবিদদের কল্যাণে বাংলাদেশে এখন আর খাদ্য ঘাটতি নেই। বরং পর্যাপ্ত ফসল উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে খাদ্যশস্য রপ্তানি করছি। কৃষিতে বাংলাদেশের অগ্রগতি কেউ রোধ করতে পারবে না।
তিনি নবীন শিক্ষার্থীদের শেরেবাংলা এ কে ফজলুল হকের উত্তরসূরি আখ্যা দিয়ে শিক্ষার্থীদের দক্ষ কৃষিবিদ হওয়ার দিকনির্দেশনা দেন এবং শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অংশগ্রহণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে নবীন শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। ওরিয়েন্টেশন শেষে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে সব ডিপার্টমেন্ট ঘুরিয়ে দেখানো হয়। সোমবার (১৩ জানুয়ারি) থেকে ক্লাস শুরু হবে।