আবদুর রহমান (রাফি), শেকৃবি থেকেঃ
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ব্যাপক উৎসাহ উদ্দীপনার সহিত পালিত হয়েছে বাংলা নববর্ষ-১৪২৪। পহেলা বৈশাখের আগের রাতে শেকৃবি প্রথমআলো বন্ধুসভা আয়োজন করে আলপনা উৎসবের। নিঁখুত আলপনায় বিশ্ববিদ্যালয়কে রাঙ্গিয়ে তুলতে অংশগ্রহন করে বন্ধুসভার সদস্যরাসহ সাধারন ছাত্রছাত্রীরা। শেকৃবির উপাচার্য ও বন্ধুসভার চীফ মডারেটর অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদ আলপনা উৎসবের উদ্বোধন করেন। বাংলা নববর্ষকে বরণ করে নিতে শেকৃবিতে আয়োজন করা হয় বৈশাখী মেলা, র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকা ভ্রমনের। সকাল সাড়ে ৮ টায় শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদ বেলুন ও পায়রা উড়িয়ে বৈশাখ উপলক্ষে আয়োজিত র্যালীর উদ্বোধন করেন। এসময় শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল হক বেগ ও অন্যান্য শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর একটি বর্ণাঢ্য র্যালী শেকৃবি প্রদক্ষিন করে।
পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন সংগঠনের অংশগ্রহনে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে স্টল নিয়ে বৈশাখী মেলায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো, ছিল বাংলাদেশ ছাত্রলীগ, শেকৃবি শাখার ২ টি স্টলও। শেকৃবির উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকবৃন্দ স্টলগুলো ঘুরে দেখেন এবং প্রশংসা করেন। শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটি আয়োজন করে র্যাফেল ড্র এর, বাংলাদেশ স্টাডি ফোরাম আয়োজন করে কুইক কুইজ প্রতিযোগিতার। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ১৮ টি সংগঠনের মধ্যে স্বপ্নসিঁড়ি একাডেমিক ও ক্যারিয়ার ক্লাব প্রথম স্থান অধিকার করে এবং বেস্ট স্টলের পুরস্কার অর্জন করে। প্রধান অতিথি ড. কামাল উদ্দিন আহম্মদ এ পুরস্কার তুলে দেন এবং স্বপ্নসিঁড়ির ভূয়সী প্রশংসা করেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে শেকৃবি বন্ধুসভা ও কিষান থিয়েটার। অত্যন্ত সফল একটি আয়োজনের জন্য শেকৃবির উপাচার্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।