মোঃ মোশারফ হোসেন, (শেরপুর)ঃ
খামার পর্যায়ে পানি ব্যবস্থাপনার মাধ্যমে ফসল
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন শেরপুর জেলার নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (১ম সংশোধনী)’র আওতায় কৃষক প্রশিক্ষন শুরু হয়েছে। ২৩ এপ্রিল সোমবার সকালে উপজেলা কৃষি অফিস সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষন উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি প্রকৌশলী হাফিজুল ইসলাম ফয়সাল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আতিকুর রহমানসহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রশিক্ষনার্থী কৃষক-কৃষাণিগন উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, অর্থ ও সহযোগিতা প্রাপ্তির ভিত্তিতে ওই সংশোধনী প্রকল্পের আওতায় প্রশিক্ষন পাওয়ার যোগ্যতা ও প্রাপ্যতা বিবেচনায় প্রতিদিন দুইটি গ্রুপে (সকাল ও বিকাল) উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণিদের নিয়ে ওই প্রশিক্ষন কর্মশালা চলবে।