শেরপুরের নকলায় ডিএইর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ

শেরপুরের নকলায় ডিএইর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ

শেরপুরের নকলায় ডিএইর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ
মো. মোশারফ হোসেন, শেরপুর প্রতিনিধি :

ডিএইর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ ঃ

শেরপুরের নকলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের ৪৬০ পরিবারের মাঝে বিনামুল্যে ২ হাজার ৩০০ টি ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

১২ আগষ্ট রবিবার দুপুরে চন্দ্রকোণা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগসহ অন্যান্যের মাঝে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, খামারবাড়ী শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান, কৃষক আব্দুল মন্নাফ প্রমুখ বক্তব্য রাখেন।

নকলা-নালিতাবাড়ীর সংসদ সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নির্দেশে চরমধুয়া গ্রামের ৪৬০কৃষি পরিবারের মাঝে বিনামুল্যে ২ হাজার ৩০০ টি ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ কালে কৃষিমন্ত্রী উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে টেলিকন্ফারেন্সের মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি কৃষকদের পরিবেশ রক্ষায় ফসলের পাশাপাশি বৃক্ষ রোপন ও পরিচর্চার বিষয়ে অধিক মনোযোগী হওয়ার আহবান জানান। এসময় স্থানীয় শত শত কৃষক, আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণির নেতা-কর্মী, বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *