Site icon

শেরপুরের নকলায় সরিষা প্রদর্শনীর মাঠ দিবস

সরিষা প্রদর্শনীর মাঠ দিবস


মো. মোশারফ হোসেন, শেরপুর প্রতিনিধি:

সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ঃ শেরপুরের নকলা উপজেলায় ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারনের আওতায় বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে টালকী ইউপির সাইলামপুর ব্লকের সাইলামপুর বাজারে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস এবং বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন, সারোয়ার জাহান শাওন ও এমএ সামাদ, সাইলামপুর গ্রামের কৃষক কামরুল ইসলাম, মোস্তফা কামাল, রেজাউল করিমসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

Exit mobile version