Site icon

শেরপুরের মুজিববর্ষ উপলক্ষে কৃষি বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন

বৃক্ষ রোপন কর্মসূচী

বৃক্ষ রোপন কর্মসূচী
মো. মোশারফ হোসাইন, শেরপুর:
শেরপুরের নকলায় মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। 
এসময় অন্যান্যদের মধ্যে  উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাশ, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং মানবতার দোয়ার নামীয় স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের সেচ্ছাসেবক ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। 


উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাশ জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক নির্দেশনা মোতাবেক দেশের প্রতিটি উপজেলায় ফলদ, বনজ ও ঔষুধি জাতের চারা রোপন করার কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার নকলা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে নিম, বকুল ও উন্নত জাতের আমড়ার চারা রোপন করা হয়।

Exit mobile version