Site icon

শেরপুরে বৃক্ষমেলায় বিডি ক্লিন’র স্টলে প্লাস্টিকের বদলে মিলছে গাছ ও কলম

প্লাস্টিকের বদলে গাছ

প্লাস্টিকের বদলে গাছ


মো. মোশারফ হোসেন, শেরপুর প্রতিনিধি:
  প্লাস্টিকের বদলে গাছ ঃ শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় পরিবেশ রক্ষায় বিডি ক্লিনের স্টলে চলছে ব্যতিক্রমধর্মি প্রচার ও নানাবিধ কার্যক্রম। ‘প্লাস্টিক বোতল জমা দিন, পরিবেশবান্ধব গাছ নিন’, ‘প্লাস্টিক বোতল জমা দিন, কলম বুঝে নিন’। এমনসব শ্লোগানে বৃক্ষমেলায় স্বেচ্ছসেবী সংগঠন বিডি ক্লিন শেরপুরের স্টলে একটি খালি প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলছে একটি কলম বা একটি গাছ। এতে একদিকে পরিবেশ পরিষ্কার ও সুন্দর হচ্ছে, অন্যদিকে কৌশলে আগামি প্রজন্মের জন্য তৈরি করা হচ্ছে বসবাস উপযোগী নির্মল পরিবেশ।  পরিবেশ সংরক্ষণ ও ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংগঠনটি এমন উদ্যোগ নিয়েছে বলে জানান  বিডি ক্লিন শেরপুরের সমন্বয়ক আলো আমিন রাজু। 

সোমবার সকালে ডিসি উদ্যানে ‘ফলদ বৃক্ষে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে ধারন করে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
সপ্তাহব্যাপী এ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় বিডি ক্লিন শেরপুর জেলা শাখা সুসজ্জিত একটি স্টল বসায়। পরিবেশ সংরক্ষণ ও ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্টলের সামনে ও আশেপাশে ঝুলিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন৷ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানান কৌশলে চালানো হচ্ছে প্রচার প্রচারনা। এতে শিক্ষার্থীদের মাঝে লক্ষনীয় প্রভাব পড়েছে। প্রতিক্ষনই কোন না কোন শিক্ষার্থী ক্ষতির প্লাস্টিকের বোতল জমা দিয়ে বিডি ক্লিনের টল থেকে বুঝে নিচ্ছেন কলম বলা গাছের চারা। সরেজমিনে দেখা যায়, প্লাস্টিক বোতলের বদলে কলম না নিয়ে গাছের চারা নিচ্ছেন বেশি। শিক্ষার্থীদের এমন সচেতনতা মূলক কাজে খুশি বিডি ক্লিনের কর্মকর্তারাও। বিডি ক্লিনের সদস্যরা জানান, কলম নিলে তা লিখে শেষ করার পরে তা আর কাজে আসেনা, কিন্তু গাছের চারা নেওয়ায় আগামি প্রজন্মের জন্য পরিবেশ সুন্দর ও বসবাস উপযোগি হয়ে উঠবে। তাই কেউ কলম নিতে চাইলেও প্রথমে তাকে গাছের চারা নেওয়ার সুবিধাগুলো বুঝানোর চেষ্টা করেন। ফলে বলা চলে প্লাস্টিকের বদলে গাছের চারা নিতে আগ্রহির সংখ্যা শতকরা ৯৮ ভাগ।
উল্লেখ্য, স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক ও জেলা প্রশাসক আনার কলি মাহবুব যৌথভাবে এ মেলার উদ্বোধন করেন। 
এসময়, জেলা প্রশাসন, বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর পৌরসভা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মেলা উপলক্ষে জেলা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে ডিসি উদ্যান মঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে উপস্থিতিরা বিডি ক্লিনের ব্যাতিক্রমি উদ্যোগকে স্বাগত জানাতে জড়ো হতে থাকে। পাশাপাশি সবাই নিজের বাসা বাড়ির আশেপাশে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল জমা দিয়ে গাছের চারা নিতে বিডি ক্লিনের স্টলের সামনে ভীড় জমায়। এই মেলা চলবে পুরো এক সপ্তাহব্যাপী। 
বিডি ক্লিনের জেলা সমন্বয়ক আল আমিন রাজু বলেন, আমরা শুধু বর্তমানের পরিবেশকে পরিষ্কার করেই খুশি নহে। আমরা চাই আগামীর পৃথিবী যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাস উপযোগী নির্মল পরিবেশ সৃষ্টি হয়। তাই আমরা এমন ব্যতিক্রম পদক্ষেপ হাতে নিয়েছি।

Exit mobile version