সিকৃবিতে অনুষ্ঠিতব্য “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এডভান্সড এগ্রিকালচারাল রিসার্চ- এর জন্য এবস্ট্রাক্ট আহ্বান

সিকৃবিতে অনুষ্ঠিতব্য এগ্রিকালচারাল

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) অনুষ্ঠিতব্য “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এডভান্সড এগ্রিকালচারাল রিসার্চ”সম্মেলনের জন্য এবস্ট্রাক্ট আহ্বান করা হচ্ছে। সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদে উঠতি চ্যালেঞ্জ; স্মার্ট প্রযুক্তি এবং উদ্ভাবন যেমন কৃষি যান্ত্রিকীকরণ, জেনেটিক উন্নতি, ফোরআইআর, কৃত্রিম বুদ্ধিমত্তা, জৈব-নবায়নযোগ্য শক্তি; ফসল কাটার পর প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা; কৃষি ও মৎস্য খাদ্য ব্যবস্থা এবং টেকসই চাষ; কৃষি অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন, জীবিকা ও উদ্যোক্তা উন্নয়ন, নীতি ও পরিকল্পনা; বায়োমেডিকাল সায়েন্স, বায়োটেকনোলজি এবং বায়োইনফরমেটিক্স; পরিবেশগত উপাদানের উপর জলবায়ূ পরিবর্তনের
প্রভাব, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ; ব্লু ইকোনমি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক এবস্ট্রাক্ট উক্ত সম্মেলনে গবেষকবৃন্দ সাবমিট করতে পারবেন। এবস্ট্রাক্ট সাবমিট করার শেষ তারিখ ১ এপ্রিল ২০২৪।

সম্মেলনে অংশ নেয়ার জন্য পেশাজীবিদের রেজিস্ট্রেশন ফি ২৫০০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিদেশী গবেষকদের জন্য নির্ধারিত ফি ১০০ ইউএস ডলার। উল্লেখ্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের সহযোগিতায় ১ম বারের মতো “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এডভান্সড এগ্রিকালচারাল রিসার্চ”শিরোনামে দেশী বিদেশী গবেষকদের সমন্বয়ে আন্তর্জাতিক সম্মেলনটি আগামী ১৮ ও ১৯ মে, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। আগ্রহীদের www.icaar.sau.ac.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *