Site icon

সিকৃবিতে পলেমিক ক্লাবের যাত্রা শুরু

পলেমিক ক্লাব

পলেমিক ক্লাব

কৃষি সংবাদ ডেস্কঃ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে বিতার্কিকদের নতুন সংগঠন পলেমিক ক্লাব। বৃহঃস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের কনফারেন্স কক্ষে সংগঠনের প্রথম কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিঠু চৌধুরী। প্রথম কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বিতার্কিক অনন্যা তালুকদার জেনী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিতার্কিক তাসনিমুল হক ইফতি।

এছাড়াও পলেমিক ক্লাব কমিটিতে সহসভাপতি পদে আব্দুল্লাহ আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফাহমিদা জাহান ফাহিম, ডিবেট ডিরেক্টর পদে শরীফ মেহেরিয়া, সহঃ ডিবেট ডিরেক্টর পদে লুৎফুর রহমান সীমান্ত, সাংগঠনিক সম্পাদক পদে শাহরিয়ার রহমান, সহঃ সাংগঠনিক পদে স্বর্ণা রায়, কোষধক্ষ্য পদে প্রলয় চক্রবর্তী তুষার, প্রচার সম্পাদক পদে খায়রুল ইসলাম তুহিন, সহঃ প্রচার সম্পাদক পদে এস এম মারুফ আহমেদ, দপ্তর সম্পাদক পদে উমামা বেগম রুবা এবং কার্যকরী সদস্য হিসেবে আতিয়া নওরীন তন্বী স্থান পেয়েছেন। সংগঠনের উপদেষ্টা পরিষদে আছেন অধ্যাপক ড. মিঠু চৌধুরী, জলজ সম্পদ ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদ আল মামুন, প্রাণী ও মাছ জৈবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মারুফাতুজ্জামান ও মহামারী-সংক্রান্ত বিদ্যা ও জনস্বাস্থ্য বিভাগের প্রভাষক ডা.মৌমিতা দাশ।

Exit mobile version