সিকৃবিতে শহিদ বুদ্ধিজীবি দিবস পালন

শহিদ বুদ্ধিজীবি দিবস

শহিদ বুদ্ধিজীবি দিবস

কৃষি সংবাদ ডেস্কঃ

পূর্ন ভাবগাম্বীর্য ও যথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিয়ে দিবসটির কর্মসূচী শুরু হয়। সকালে প্রশাসনিক ভবনের সামন থেকে একটি শোকর‌্যালি শুরু হয়ে কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে সমাপ্ত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। র‌্যালির শুরুতেই কালোব্যাজ ধারন করেন সবাই।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়র রহমান হাওলাদার র‌্যালিটির নেতৃত্ব দেন। এসময় রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আবু সাঈদ, পরিচলক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মিটু চৌধুরীসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং সাধারন শিক্ষার্থীবৃন্দ ও ছাত্রলীগ শাখার নেতাকর্মীরা শোকর‌্যালিতে অংশ নেন।

র‌্যালি শেষে ১৪ ডিসেম্বর নিহন সকল বুদ্ধিজীবীদের স্মৃতিকে সামনে রেখে শহিদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরাদের পুষ্পস্তবক অর্পণ করতে দেখা যায়। পুষ্পস্তবক অর্পণ শেষে সিকৃবির ভাইসচ্যান্সেলর ড. মতিয়ার এক বক্তৃতায় বলেন, “একাত্তরের বিপক্ষ শক্তি নিশ্চিত পরাজয় বুঝতে পেরে ১৪ ডিসেম্বর এই নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিলো। যেসকল মেধাবী মানুষদেও খুন করা হয়েছে তাদের অভাব পূরণ হবার নয়।” তিনি সঠিক বুদ্ধিবৃত্তির চর্চার মাধ্যমে ১৪ ডিসেম্বরের প্রতিশোধ নেয়ার জন্য উপস্থিত শিক্ষার্থীদের আহ্বান জানান।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *