সিকৃবিতে শিক্ষক-কর্মকতা-কর্মচারীরাও পরিচয়পত্র ছাড়া ক্যাম্পাসে ঢুকতে পারবে না

পরিচয়পত্র ছাড়া

পরিচয়পত্র ছাড়া

কৃষি সংবাদ ডেস্কঃ

পরিচয়পত্র ছাড়া ঃকোভিড-১৯ করোনা ভাইরাসের কারলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও হলগুলো বহু আগেই বন্ধ হয়েছে। নতুন করে বিশ্ববিদ্যালয়ের সকল গেট তালাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মালেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। জরুরী বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ^ব্যাপী কোভিড-১৯ করোনা ভাইরাস মহামারী আকার ধারন এবং বাংলাদেশেও এ ভাইরাসের আক্রমণ দেখা দেয়ার প্রেক্ষাপটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদেশ ফেরত সকলকে ১৪ দিন হোম কোয়ারেনটাইনে থাকা বাধ্যতামূলক করেছে। এতৎসত্ত্বেও অনেক বিদেশ ফেরত ব্যক্তিবর্গ হোম কোয়ারেনটাইনে না থেকে দেশের বিভিন্ন অঞ্চলে অবাধ চলাচল করছে। এক্ষেত্রে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও অপরিচিত ব্যক্তিবর্গের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এসব বহিরাগতদের মধ্যে অনেকে কোভিড-১৯ করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত থাকতে পারে বলে কর্তৃপক্ষ মনে করছে। এ পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্তৃপক্ষ নিচের সিদ্ধান্তসমূহ গ্রহণ করেছে-
১। বিশ^বিদ্যালয়ের সকল গেট বন্ধ থাকবে, তবে পরিচয় প্রদানপূর্বক চলাচল করা যাবে।
২। গেট দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
৩। অনুষদীয় ভবনসমূহের প্রধান গেট রাত ৯.০০ টা থেকে বন্ধ থাকবে।
৪। বিশ^বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে অভ্যন্তরীণ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আবাসিক হলে বসবাসরত শিক্ষার্থীদেরকে বিশ^বিদ্যালয় গেটে পরিচয় প্রদান করে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলে সিকৃবির অফিস ও প্রশাসনিক কার্যক্রম এখনো বন্ধ হয়নি। ফলে শিক্ষার্থীরা হল ছেড়ে বাড়ি চলে গেলেও শিক্ষক-কর্মকতা-কর্মচারীরা ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশেপাশের এলাকায় অবস্থান করছেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *