কৃষি সংবাদ ডেস্কঃ
একাডেমিক কাউন্সিলের সভা ঃ ২৭ মার্চ বুধবার বিকেল ৩.৩০ মিনিটে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়ে গেল একাডেমিক কাউন্সিলের ৩০তম সভা। জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক প্রেস বিজ্ঞপিতে এ খবর জানানো হয়েছে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালযের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: মতিয়ার রহমান হাওলাদরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, একাডেমিক বিভাগের চেয়ারম্যানবৃন্দ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, লাইব্রেরিয়ান, পরীক্ষা নিয়ন্ত্রক, শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল গণি, সিকৃবির বিভিন্ন বিভাগের সহযোগী অধ্যাপকবৃন্দ। একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ছিলেন সিকৃবির রেজিস্ট্রার মো: বদরুল ইসলাম শোয়েব।
পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়। একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান মহোদয় উপস্থিত সকল সম্মানীয় সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। স্বাধীনতার মাস মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের নিহত সকল সদস্য, জেল হত্যায় শহীদ হওয়া জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ নিহত ও সম্ভ্রমহারা ২লক্ষ মা বোনের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সম্প্রতি নিহত হওয়া সিকৃবির বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্র ঘোরী মোঃ ওয়াসিম আব্বাসের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। খোঁজ নিয়ে জানা যায় ৩০তম একাডেমিক কাউন্সিলের সভায় বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।