উপাচার্যের সাথে সাংবাদিক
উপাচার্যের সাথে সাংবাদিক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১ টায় উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় তারা নবগঠিত কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি ইফতেখার আহমেদ ফাগুন, সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ হাসান, অর্থ সম্পাদক অর্ঘ্য চন্দ, নির্বাহী সদস্য সব্যসাচী নিলয়, সাধারণ সদস্য মো. গোলাম মর্তুজা সেলিম, এসএম রায়হানুল নবী, অসীম কুমার বৈষ্ণব, হাবিবা সুলতানা খুশি ও সাজিদ আল সাদিক এসময় উপস্থিত ছিলেন।
উপাচার্য ড. মো. মতিয়ার রহমান হাওলাদার সাংবাদিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ যারা বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন সবাই এ বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রগতি সম্পর্কে জানাতে পারেন। নবনির্বাচিত কমিটি সাংগঠনিক কার্যক্রম ভালভাবে পরিচালনা করবে এবং সকল সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
সভাপতি ইফতেখার আহমেদ ফাগুন ও সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ হাসান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিক সমিতির সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে বিভিন্ন বিষয়ে উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করলে উপাচার্য দ্রুত সমাধানের আশ্বাস দেন।