Site icon

সিভাসু’তে ভেটেরিনারি পেশায় দেশের প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি

সিভাসু

সিভাসু’তে ভেটেরিনারি পেশায়: বর্তমান বিশে^র অত্যন্ত সমাদৃত ও আধুনিক সাজার্রি পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম হলো ল্যাপারোস্কোপিক সার্জারি। আর এই সার্জারি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেডিসিন ও সার্জারি বিভাগের প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর। প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর ও তাঁর দল সম্প্রতি সিভাসু’র ভেটেরিনারি ক্লিনিক্ধসঢ়;সের আওতাধীন এস. এ. কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালে একটি কুকুরের ল্যাপারোস্কোপিক সার্জারি (ঝঢ়ধুরহম) সফলভাবে সম্পন্ন করেন। তাঁর মতে, এই ধরনের সার্জারি বাংলাদেশে এটিই প্রথম।

প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর বলেন, ল্যাপারোস্কোপিক সার্জারিকে ‘মিনিম্যালি ইনভেসিভ সার্জারি বা কিহোল সার্জারিও বলা হয়ে থাকে। এটি একজন সার্জনের মাধ্যমে জেনারেল অ্যানেসথেসিয়ার মাধ্যমে করা হয়। এটি প্রচলিত সার্জারি পদ্ধতিগুলোর তুলনায় সহজ। এতে কম কাটাছেঁড়া করতে হয় এবং প্রাণী দ্রæত সেরে ওঠে। প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version