নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সদরে আউশ ধান কাটা শুরু। ফলনে ব্যাপক খুশি কৃষকরা। ধানের বাজার দর ভালো, উৎপাদন খরচ কম, জীবনকাল কম এবং রোগ ও পোকামাকড়ের আক্রমন কম হওয়ায় আউশ ধানের ফলন ভাল হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ রোস্তম আলী জানান, এ বছর সিরাজগঞ্জ সদর উপজেলায় আউশ ধানের আবাদ হয়েছে ৫৩০ হেক্টর যা বিগত বছরের তুলনায় বেশী। সরকারের প্রণোদনা কর্মসূচী আওতায় ৪০০ জন কৃষককে সার,বীজ ও নগদ অর্থ সহায়তা,চাষী পর্যায়ে ধান,গম,পাট বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের ২০ টি প্রদর্শনী, রাজস্ব খাতের অর্থায়নে ২০ টি প্রদর্শনী ও এনএটিপি প্রকল্পের ২০ টি প্রদর্শনী স্থাপন করে কৃষকদের আউশ আবাদে উৎসাহিত করা হচ্ছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার শিলন্দা গ্রামের কৃষক মোঃ সুলতান আহমদ জানান, এ এলাকায় আগে আউশ ধান আবাদ হত না । কৃষি বিভাগের সহায়তায় আউশের আবাদ শুরু করেছেন এবং ভাল ফলন পেয়েছেন। বোরো ও রোপা আমন ধানের মাঝামাঝি আর একটা অতিরিক্ত ফসল পাওয়া যায়।
এ উপজেলায় আউশ আবাদ বৃদ্ধি ও প্রযুক্তি বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। আউশ আবাদে ব্রি ধান ৪৮ জাতটি বেশি চাষ হয়েছে। মাত্র ১০০ দিন জীবনকাল এবং রোগ ও পোকামাকড়ের আক্রমন কম হওয়ায় আউশ ধান আবাদের দিকে কৃষকরা ঝুকছে।