সিলেটে বিকল্প বাজেট বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সিলেটে বিকল্প বাজেট

সিলেটে বিকল্প বাজেট : সিলেটে প্রথমবারের মতো বাংলাদেশ অর্থনীতি সমিতির উদ্যোগে ২০১৯-২০ অর্থবছরের ”বিকল্প বাজেট” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ মে ১১.০০টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় সম্মেলন কক্ষে উক্ত প্রেস কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. মোঃ আবুল কাশেম, আহবায়ক, ডিনকাউন্সিল সিকৃবি, সিলেট এর সভাপতিত্বে ”বিকল্প বাজেট” উপস্থাপন করেন প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, ডিন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, সিকৃবি, সিলেট। ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত ১২ লক্ষ ৪০ হাজার ৯০ কোটি টাকার বাজেটের মধ্যে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে মোট ২০টি নতুন উৎস নির্দেশ করা হয়েছে যা অতীতে ছিল না। সরকারি আয় বৃদ্ধির নতুন এসব উৎসের মধ্যে রয়েছে অর্থপাচার রোধ থেকে আহরণ, কালো টাকা উদ্ধার থেকে আহরণ, বিদেশী নাগরিকদের উপর কর, বিদেশী পরামর্শক ফিস্্, বন্ড মার্কেট, সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্ব, সেবা থেকে প্রাপ্তি কর, সম্পদ কর, তার ও টেলিফোন বোর্ড, টেলিকম রেগুলেটরী কমিশন, এনার্জি রেগুলেটরী কমিশন, ইন্সুরেন্স রেগুলেটরী কমিশন, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বিআইডাব্লিউটিএ, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক অনুমতি নবায়ন ফিস্্, ঔষধ প্রস্তুতকারী কোম্পানির লাইসেন্স ও নবায়ন ফিস্্, সরকারি স্টেশনারী বিক্রয়, ইত্যাদি। উল্লেখ্যে যে, রাজস্ব আয় বৃদ্ধির বিভিণœ দিক নির্দেশনাপূর্বক এবারই প্রথম বৈদেশিক ঋণ নির্ভরতামুক্ত বাজেট প্রস্তাবনা

উপস্থাপন করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। প্রস্তাবিত বাজেটে উল্লেখিত খাতসমূহকে (যেমন, শিক্ষা ও প্রযুক্তি, জন প্রশাসন, পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, সুদ, কৃষি, জনশৃংখলা ও নিরাপত্তা, প্রতিরক্ষা, গৃহায়ণ, শিল্প ও অর্থনৈতিক সার্ভিস, বিনোদন, সংস্কৃতি ও ধর্ম) অগ্রাধিকার দেয়ার জন্য সুপারিশ করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থীসহ প্রিন্ট, ইলেক্ট্রনিকও নিউজ র্পোটালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *