মাহমুদুল হাসান , সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকেঃ গুলশান ও শোলাকিয়ায় বিদেশীসহ নিরীহ মানুষকে সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে হত্যার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র,শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
“আসুন আমরা সকল ধরনের উগ্র সন্ত্রাসবাদ ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে রুখে দাড়াই” শীর্ষক শ্লোগান অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গোলাম শাহি আলম।প্রধান অতিথির বক্তৃতায় ভিসি ড. আলম জঙ্গিবাদ নির্মূলে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপকে স্বাগত জানান এবং এগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন ছাত্র সহ সকল অভিবাবক যদি সচেতন থাকে তাহলে দেশের সংকট আর সংকট থাকে না। জঙ্গিবাদ দমনে ছাত্রদেরই এগিয়ে আসতে হবে।
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. মৃত্যুঞ্জয় কু-ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা, সাদা দলের সভাপতি প্রফেসর ড.মো: ছিদ্দিকুল ইসলাম, অফিসার পরিষদের সভাপতি মো: ছানোয়ার হোসেন মিঞা, কর্মচারী পরিষদের সভাপতি শাহ্ আলম সুরুক এবং ছাত্রলীগ সভাপতি শামীম মোল্লা।
এ সময় বক্তারা বলেন, ইসলাম কখনই মানুষ হত্যা সমর্থন করে না । ইসলামের নাম নিয়ে ইসলামের বর্হিভূত কাজ চলছে। নিরীহ মানুষকে হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্রকৃত ইসলাম সকলকে বুঝতে হবে। যারা এই সব জঙ্গিবাদের সাথে জড়িত তারা সকলেই আমাদেরই কারো আত্মীয় । তাই তাদেরকে সুপথে ফিরিয়ে আনার দ্বায়িত্ব ও আমাদের। সকলের সহযোগিতায় পারে জঙ্গিবাদ মুক্ত সোনার বাংলা গড়তে।
কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম