সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ


কৃষি সংবাদ ডেস্কঃ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ ঃ সিকৃবির কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে ‘A workshop on Basic Ideas and Major Responsibilities of University Officers’ শীর্ষক প্রশিক্ষণ সোমবার অনুষ্ঠিত হয়েছে৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার৷ রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েবের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আবুল কাশেম, অফিসার পরিষদের সভাপতি কৃষি মোঃ সাজিদুল ইসলাম। প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন এডিশনাল রেজিস্ট্রার ফাতেহা শিরিন এবং অনুষ্ঠানটি সঞ্চলনা করেন আরেক এডিশনাল রেজিস্ট্রার মোঃ সুহেল আহমেদ।


সদ্য নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। শাবিপ্রবির রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বিশ্ববিদ্যালয়ের অফিস ব্যবস্থাপনা বিষয়ে এবং হিসাব পরিচালক আ ন ম জয়নাল আবেদীন আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করেন, সিকৃবির এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ্ বিভাগের প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধি (দায়িত্ব-কর্তব্য ও নৈতিকতা সংক্রান্ত) বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়াও সিলেট ডিভিশনাল কম্পট্রোলার অব একাউন্টসের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুল মুমিত চৌধুরী আর্থিক বিধিমালা (পেনশন ও কল্যাণ) সংক্রান্ত বিষয়ে, সিকৃবির রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বিশ্ববিদ্যালয়ের ছুটি সংক্রান্ত বিষয়ে এবং উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম বিভিন্ন মন্ত্রণালয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন সিকৃবির ভিসি প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েবসহ অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *