বঙ্গবন্ধুর পরিকল্পিত অর্থনীতি
কৃষি সংবাদ ডেস্কঃ
বঙ্গবন্ধুর পরিকল্পিত অর্থনীতি: কৃষি ও গ্রাম উন্নয়ন শিরোনামে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় অনলাইন প্লাটফর্মে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মোঃ আবদুল বাসেতের সঞ্চলনায় প্রথমেই স্বাগত বক্তব্য দেন সেমিনার উপকমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সিকৃবির সিন্ডিকেট সদস্য ইমেরিটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল।
প্রফেসর সাত্তার তার বক্তব্যে বলেন, কৃষি ও গ্রামোন্নয়ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনের মণিকোঠায় ছিলো। বঙ্গবন্ধুর পরিকল্পনায় দুটি কৌশল ছিলো। একটি ছিলো উচ্চফলনশীল জাতগুলো বেশি আবাদ করা অন্যটি ছিলো একই জমিতে একাধিক ফসল উৎপাদনে ব্যবস্থা নেয়া। প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল সেমিনারে আরো বলেন, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন উপজেলাগুলোর দায়িত্ব কৃষি বিশ্ববিদ্যালয়কেই নিতে বলেছিলেন। সেসকল উপজেলার সকল গ্রামের কৃষি সম্প্রসারণসহ কৃষকদের উন্নয়নের দায়িত্ব সে বিশ্ববিদ্যালয়েরই নিতে হবে।
তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে সিলেট শহরের আশেপাশের উপজেলায় সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থাপনা ছড়িয়ে দেবার অনুরোধ করেন। সেমিনারটির সভাপতিত্ব করেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। উক্ত অনলাইন সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা যুক্ত হয়েছেন।