সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে “জাতীয় গ্রন্থাগার দিবস” পালিত

জাতীয় গ্রন্থাগার দিবস

জাতীয় গ্রন্থাগার দিবস :“গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে “জাতীয় গ্রন্থাগার দিবস”। ৫ ফেব্রুয়ারি বেলা ১২টা ৩০ মিনিটে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে টিএসসির সামনে এসে শেষ হয়। এই শুভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন সিলেট কৃষি বিশ্বিবিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো: জামাল উদ্দিন ভূঞা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শুভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে গ্রন্থাগারিক সুবীর কুমার পালের সঞ্চালনায় দিবসের প্রতিপাদ্য নিয়ে বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামান, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেন ৷ প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মো: জামাল উদ্দিন ভূঞা সবাইকে গ্রন্থাগারমুখী হওয়ার আহবান জানান।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *