হঠাৎ বৃষ্টিতে নিচু জমির সবজি চাষীরা ক্ষতির সম্মুখিন

সবজি চাষীরা ক্ষতির সম্মুখিন

মো. মোশারফ হোসেন:

সবজি চাষীরা ক্ষতির সম্মুখিন ঃ শেরপুরের নকলায় শুক্রবার মধ্যরাত হতে মুসলধারে বৃষ্টি ও মাঝে মাঝে ঝড়ো হাওয়ায় নিচু এলাকার শাক সবজি চাষীদের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নিচু এলাকার জমিতে চাষ করা শাক সবজির ক্ষেত পানিতে ডুবে গেছে। ঝড়ো হাওয়ায় রাস্তার ধারে অনেক পুকুর পাড়ে রোপন করা কলা গাছ ও ফলজ গাছ উপড়ে পড়ে যাওয়ায় রাস্তা ও পুকুর পাড়ের ব্যাপক ক্ষতি হয়েছে। বীজ বপণের জন্য তৈরী করা আরো অন্তত ৫০ তেকে ৬০ একর জমিতে পানি জমে জমির জো নষ্ট হয়েগেছে। তবে রাতের বেলায় বৃষ্টি হওয়ায় জন জীবনে কোন দুর্ভোগের সৃষ্টি হয়নি। তবে লোড শেডিং-এ কিছুটা ক্ষতির সম্মুখিন হয় এইচএসসি পরীক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পানি থাকায় মাঠ প্রাত্যহিক সমাবেশ করা সম্ভব না হলেও বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার মত বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কক্ষে প্রাত্যহিক সমাবেশ অনুষ্ঠিত হতে দেখা গেছে।

ছোট মোজারের শাক সবজি চাষি কৃষক ফেরদৌস আলী জানান, তার পটল ক্ষেতে পানি জমে যাওয়ায় তিনি ক্ষতির আশঙ্কা করছেন। বানেশ্বর্দী এলাকার মিষ্টি লাউ চাষী মুস্তাফিজুর রহমান খান জানান, তার ৩০ শতাংশ জমিতে চাষ করা মিষ্টি লাউয়ের ক্ষেত স্থান ভেধে ৮ ইঞ্চি থেকে দেড় ফুট পানির নিচে চলে গেছে। ফলে তার ক্ষেত সম্পূর্ণ ভাবে নষ্ট হতে পারে বলে তিনি ধারনা করছেন। বানেশ্বরদী এলাকার সবজী চাষী দেলোয়ার হোসেন জানান, তিনি শাক সবজি চাষের জন্য জমি তৈরী করছিলেন। হঠাৎ বৃষ্টিতে সব জমির জো নষ্ট হয়ে গেছে। জমি শুকালে পুনরায় চাষ দিয়ে জমি তৈরী করতে হবে। এতে ব্যায়ের পরিমাণ বেড়ে গেল বলে তিনি জানান। ফলে তার লাভের পরিমাণ অনেক কমে গেল বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাশ জানান, যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে তেমন কোন ক্ষতি হবে না; বরং বোরো ধানের খুব উপকার হয়েছে বলে তিনি দাবী করেন। তবে এই বৃষ্টি কয়েক দিন অব্যাহত থাকলে কৃষকরা ক্ষতির কিছুটা ক্ষতির সম্মূখিন হতে পারেন। তিনি বলেন, বর্তমানের বৃষ্টিতে কৃষকরা যে পরিমাণ ক্ষতির আশঙ্কা করছেন তা ঠিক নহে। এতে উপজেলায় বোরো ধান ও শাক সবজি উৎপাদনের লক্ষ্য মাত্রা অর্জনে কোন প্রভাব পরবে না। তিনি আরো বলেন, যেসব জমি শাক সবজি রোপনের জন্য তৈরী করা হয়েছিল, বৃষ্টিতে আপাতত সেসব জমির জো নষ্ট হলেও, অতি তাড়াতাড়ি জো এসে যাবে। আর যেসব জমিতে শাক সবজি গজিয়ে গেছে, সে সব জমির জন্য এই বৃষ্টি ক্ষতি করবে না, বরং ওই ফসলের উপকার হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *