হাওড়ে ধান কাটাতে
কৃষি সংবাদ ডেস্কঃ
হাওড়ে ধান কাটাতে ঃ সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস কর্তৃক হাওড় অঞ্চলে ধান কাটার ৪৬১ জন শ্রমিককে প্রত্যয়ন দিয়ে প্রেরন করেছে। করোনার কারনে পরিবহন বন্ধ থাকায় উত্তর অঞ্চলের শত শত শ্রমিক ধান কাটতে যেতে না পারায় হাওড় অঞ্চলে কৃষি কাজের শ্রমিকের সংকট দেখা দেয়। সরকার কৃষি শ্রমিকের হাওড় অঞ্চলে নির্বিঘ্নে যাতায়াতের জন্য সার্কুলার জারি করে।
সে মোতাবেক সিরাজগঞ্জ সদর কৃষি অফিস আগ্রহী কৃষি শ্রমিকের তালিকা করে প্রত্যায়ন দিয়ে তাদের পাঠানোর ব্যবস্থা করে। সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী জানান এ পর্যন্ত নেত্রকোনায় ২৭৯ জন,সুনামগঞ্জে ৮৭ জন, কিশোরগঞ্জে ৯৫ জন কৃষি কাজের শ্রমিকে প্রত্যয়ন প্রদান করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে তাদের গন্তব্যে পৌছানো নিশ্চিত করা হয়েছে। হাওড় অঞ্চলে আগাম ধান কর্তন করতে সিরাজগঞ্জ সদর থেকে প্রত্যেক বছর শ্রমিক যেত কিন্তু এবারে করোনার কারনে পরিবহন সংকট থাকায় তা বিঘ্ন ঘটে। সরকারে উদ্যোগের কারনে কৃষি কাজের জন্য শ্রমিক সংকট থেকে উত্তরণ ঘটবে আশা করা যাচ্ছে।