হাওরের মানুষের উন্নয়নে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে :এফবিসিসিআই মহাসচিব

হাওরের মানুষের উন্নয়নে

হাওর বিষয়ক সেমিনার
আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি:
হাওরের মানুষের উন্নয়নে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার কথা বলেছেন এফবিসিসিআই এর মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ। তিনি বলেন হাওরের মানুষের উন্নতি না করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে এফবিসিআই বিভিন্ন প্রকল্পে সহায়তা করবে বলেও জানান তিনি। গতকাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ময়মনসিংহের হাওর অঞ্চলের কৃষিভিত্তিক উৎপাদনের চ্যালেঞ্জ বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (১০ মে) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে “প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস অব অ্যাগ্রিকালচারাল প্রোডাকশন ইন হাওর অ্যারিয়া অব ময়মনসিংহ অ্যাগ্রিকালচারাল জোন” শীর্ষক ওই সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে “দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির“ (এফবিসিসিআই) মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় খুব শ্রীঘ্রই হাওর গবেষণা ইনিস্টিউট চালু করতে যাচ্ছে। ইনস্টিউটের অনুমোদের জন্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. সুলতান উদ্দিন ভূঁঞা। মূল প্রবন্ধে তিনি বলেন, বোরো ধান , বিভিন্ন সবজি চাষ ও হাঁস পালনের মত প্রকল্পে চালু করা গেলে কৃষি উৎপাদনে হাওর এলাকা বিশেষ ভূমিকা রাখতে পারবে। এর জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে বিশেষ প্রকল্পে গ্রহণ করার জন্য উদাত্ত্ব আহবান জানিয়েছেন।

এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল আওয়াল মোল্লাহ্, পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আলতাফ হোসেন, ময়মনসিংহ চেম্বারের সহসভাপতি এস. এম বজলুর রহমান এবং এফবিসিসিআই এর পরিচালক মো. মাসদু প্রমুখ।

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *