হাবিপ্রবিতে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাবিপ্রবিতে ই-নথি বিষয়ক : গতকাল ২২ আগস্ট ২০২২ দিনাজপুরস্থ হাবিপ্রবিতে ডিজিটাল বাংলাদশ বিনির্মানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ অধিকতর স্বছতা এবং দ্রুততার সাথ সম্পনন করার লক্ষ্য ইনস্টিটিউশনাল কায়ালিটি এস্যুরন্স সল (আইকিউএসি) এর আয়াজনে শিক্ষক-কর্মকর্তাগনের জন্য তিন দিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়ছে। সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়র আইকিউএসি এর কনফারন্স রুম উক্ত প্রশিক্ষণ এর উদ্বাধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনর (ইউজিসি) মাননীয় সদস্য প্রফেসর ড. মাঃ সাজ্জাদ হাসন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি এর সচিব ড. ফেরদাউস জামান এবং আইএমসিটি বিভাগর পরিচালক জনাব মাঃ মাকছুদুর রহমান ভুঁইয়া। অনুষ্ঠান সভাপতিত্ব করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখন হাবিপ্রবির আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চদ্র সরকার এবং সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহ্‌ মইনুর রহমান।
এ সময় ইউজিসি এর মাননীয় সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই ক্রান্তিকালেও আমরা এগিয়ে যাচ্ছি। আমার মাঝে মাঝে খুবই লজ্জা লাগে যে জাতির পিতা বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমান এঁর মত একজন মহান নেতাকে আমরা বাঙালিরা হত্যা করেছি। এ জন্যই ১৫ আগস্ট এর ভয়াল ঘটনা নিয়ে আমাদর মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মাঝে আক্ষেপে প্রকাশ করে কথা বলেন। ওই সময় অনেকেই চুপ ছিল। তিনি বলেন, জাতির পিতার স্বপনের সোনার বাংলা বির্নিমানে নিজকে বিলিযে দিয়েছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ পদ্মা সেতু বিশ্বর বুকে মাথা উচু করে দাঁড়িয়ে আছে, এটি আমাদের গরবের জায়গা। কিছুদিন আগে মাত্র ৩ ঘণ্টায় আমি ঢাকা থেকে খুলনা গিয়েছি, যা একসময় অকল্পনীয় ছিল। দেশ এগিয় যাচ্ছে এটি কেউ অস্বীকার করতে পারবে না। যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরও এগিয়ে যেতে হবে। এ ধরনের প্রশিক্ষণ সব সময় গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে। এর যথাযথ প্রয়গ করতে হবে। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। কাগজের ব্যবহার কমিয়ে দিয়ে ই-নথির দিক আমাদেরক ধাবিত হতে হবে। তিনি বলেন আমি জানি বর্তমান ভাইস-চ্যান্সলর প্রফসর ড. এম. কামরুজ্জামান এর নেত্রিত্বে হাবিপ্রবি সুদর ভাবে এগিয়ে যাচছে। হাবিপ্রবির এই অগ্রগতির ধারা অব্যাহত থাকুক এটাই কামনা।
অনলাইন যুক্ত হয় সভাপতির বক্তব্য হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সলর প্রফসর ড. এম. কামরুজ্জামান বলেন, আগস্ট মাস

শোকের মাস। বক্তব্যর শুরুতই আমি গভীর শ্রদ্ধার সাথ স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শখ ফজিলাতুননছা মুজিবসহ ১৫ আগস্ট ১৯৭৫ সাল ঘাতকদর হাত নিহত জাতির পিতার পরিবারর অন্যান্য সকল শহীদক। জাতির পিতা য উনত সমদ্ধ সানার বাংলার স্বপ দখছিলন তা বাস্তবায়নই কাজ কর যাছন তারই সুযাগ্য কন্যা মাননীয় প্রধানম¿ী শখ হাসিনা। উনত সমদ্ধ বাংলাদশ গড়ত প্রশাসনিক শখলা ও সকল পর্যায় শুদ্ধাচার প্রতিষ্ঠা করা অত্যÍ জরুরী। শুদ্ধাচার প্রতিষ্ঠা করার ক্ষত্র এ ধরণর প্রশিক্ষণ গুরুত্বপর্ণ ভমিকা পালন করব। পরিশষ তিনি অনুষ্ঠান উপ¯িত ইউজিসি’র মাননীয় সদস্যসহ সকল অতিথিদর ধন্যবাদ জ্ঞাপন করেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *