হাবিপ্রবি প্রতিনিধি:
উপাচার্যকে অবরুদ্ধ করার প্রতিবাদে মানববন্ধন:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অবরুদ্ধ ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্নকারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় হাবিপ্রবি পরিবারের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন শুরু হয়। এতে শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী ও কর্মচারীগণ স্বতঃস্ফুর্ত অংশগ্রহন করে। মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন পোস্ট গ্রাজুয়েট অনুষদের ডীন প্রফেসর ড. মিজানুর রহমান।
এছাড়াও বক্তব্য দেন এনিম্যাল সাইন্স অনুষদের ডীন প্রফেসর ডা. মো. ফজলুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. শাহাদাৎ হোসেন খান, সহকারী প্রক্টর সৌরভ পাল চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা, ছাত্র ও কর্মচারীববৃন্দ। মানববন্ধনে বক্তারা মাননীয় উপাচার্য প্রফেসর ড. মু. আবু্ কাশেমকে অবরুদ্ধ করার জন্য প্রগতিশীল শিক্ষক ফোরাম, হাবিপ্রবি শাখার নেতৃবৃন্দকে নিন্দা জানান এবং দোষীদের শাস্তি দাবী করেন। লিখিত বক্তব্যে প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, “গত ৫-৮ নভেম্বর অনুষ্ঠিত ২০১৮ শিক্ষাবর্ষের ভর্তিপরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু একটি স্বার্থান্বাষি মহল এটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানারকম অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।” তিনি আরো বলেন, ” প্রগতিশীল শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ গতকাল একটি প্রশাসনিক সিদ্ধান্ত পরিবর্তনেরর দাবীতে মাননীয় উপাচার্যকে তিনঘন্টা অবরুদ্ধ করে রাখে, পরবর্তিতে শিক্ষক কর্মকর্তা ও ছাত্রদের সহায়তায় তাঁকে অবরুদ্ধমুক্ত করা হয়, এ সময় প্রগতিশীল শিক্ষক ফোরামের নেতাদের সাথে কথা কাটাকাটি হয়।” মানববন্ধনের পরে ভিআইপি কনফারেন্স রুমে হাবিপ্রবি সাংবাদিক সমিতি ও দিনাজপুর প্রেসক্লাবের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।