হাবিপ্রবি’তে গ্রীণ এনভাইরনমেন্ট অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এনভারনমেন্ট এন্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনার

এনভারনমেন্ট এন্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদকঃ

এনভারনমেন্ট এন্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনার : আজ ২৭ সেপ্টেম্বর ২০১৮, হাবিপ্রবি, দিনাজপুরস্থ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হেকেপ সাব- প্রজেক্ট (সিপিএসএফ-৬০৮১) ও রসায়ন বিভাগের তত্ত্বাবধানে “গ্রীণ এনভাইরনমেন্ট অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। হেকেপ সাব-প্রজেক্টের (সিপিএসএফ-৬০৮১) সাব প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. বলরাম রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. সাইফুর রহমান ও রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজিম উদ্দিন ও কী-নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ক গবেষক ও আমেরিকার ওয়েস্ট টেকনোলজিস-এর চীফ এক্সিকিউটিভ অফিসার ড. মঈন উদ্দিন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য ওয়েস্ট ম্যানেজমেন্টের কোন বিকল্প নেই। পৃথিবীর উন্নত দেশগুলোতে ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য প্রযুক্তিগত ব্যবহার অনেক বেশি। যা আমাদেরও বাড়াতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন দিনাজপুর অঞ্চলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে প্রথম ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টার তৈরি করা হবে। এ ব্যাপারে তিনি রসায়ন বিভাগসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ক গবেষক ড. মঈন উদ্দিন সরকারকে এ বিশ^বিদ্যালয়ে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কী-নোট স্পীকার ড. মঈন উদ্দিন সরকার তার প্রবন্ধে ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ক বৈশি^ক ও বাংলাদেশ প্রেক্ষাপট তুলে ধরেন এবং এ বিষয়ে করণীয় বিভিন্ন সুপারিশমালা উপস্থাপন করেন। তিনি এ বিষয়ে গবেষণা ও বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে হাবিপ্রবিকে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।

উল্লেখ্য, উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষাথীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *