হাবিপ্রবি প্রতিনিধিঃ হাবিপ্রবিতে ছাত্রলীগের দোয়া : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । এতে বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ডঃ বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফসর ডা মো ফজলুল হক, প্রক্টর প্রফসর ডঃ মো খালেদ হোসেন ,ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক মোছা মিসরাত মাসুমা পারভেজ উপস্থিত ছিলেন ।
এছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সহ-সভাপতি বজলুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মোস্তফা তারেক চৌধুরী, রংগন, রবিউল ইসলাম রবি ,স্বপন ,আশরাফুল, মোরশেদুল আলম রনি, রিয়াদ খান, সজল, সৈকত, ইলিয়াস বাঁধন , শিহাব প্রমুখ । বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ছাড়াও অনুষ্ঠানে ৮শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন ।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, এ ধরণের আয়োজন পারস্পারিক বন্ধন গুলোকে সুদৃঢ় করে তুলবে। বক্তারা ,আগামী দিনগুলোতে এই পবিত্র মাহে রমজানের মাস থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনার জন্যও সকলের প্রতি আহ্বান জানান ।
হাবিপ্রবিতে ছাত্রলীগের দোয়া ও ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন।