Site icon

হাবিপ্রবিতে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি -২০১৮ পালিত

 

আব্দুল মান্নান, হাবিপ্রবি:

জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি-২০১৮

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশের অন্যান্য জায়গার ন্যায়  বুধবার বেলা ১২ টায় “সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই”  স্লোগান নিয়ে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি-২০১৮ পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম-এর নেতৃত্বে চারজন সিলেকশন বোর্ডের সম্মানিত সদস্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর ফুড টেকনোলজি এন্ড রুরাল ইন্ডাষ্ট্রিজ বিভাগের প্রফেসর ড. মো. শামসুদ্দীন, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, প্রাণ রসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম. আফজাল হোসেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লিয়াকত আলী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয়  শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের এক বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম প্রশাসনিক ভবন চত্ত্বরে বিচিত্র বকুল গাছের একটি চারা রোপন করেন।

এ সময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, নির্মল প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করতে হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বেশি বেশি করে বৃক্ষ রোপণ করার জন্য তিনি সকলকে আহবান জানান ।

উল্লেখ্য যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ লক্ষ শহীদ স্মরণে ৩০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সেই কর্মসূচির  সফলতা কামনা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন  করা হয়।

 

Exit mobile version